তোষাখানা মামলায় গত জানুয়ারিতে ইমরানের সঙ্গে দণ্ডিত তার স্ত্রী বুশরাকে কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে।
Published : 08 May 2024, 06:24 PM
আর গৃহবন্দি থাকতে চান না। তাই আদালতের কাছে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আদালত তার আবেদন মঞ্জুর করেছে এবং বুশরা বিবিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
পাকিস্তান সরকারের নির্দেশে এতদিন বুশরাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। ইসলামাবাদ হাইকোর্টের কাছে করা এক পিটিশনে বুশরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ তার গোপনীয়তা লঙ্ঘন করছে এবং গৃহবন্দি অবস্থায় তাকে বিষ মেশানো খাবার পরিবেশন করা হচ্ছে।
তোষাখানা মামলায় গত জানুয়ারিতে ইমরানের পাশাপাশি তার স্ত্রী বুশরাও দোষীসাব্যস্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তবে সরকারের নির্দেশে বুশরাকে কারাগারে না পাঠিয়ে ইসলামাবাদে ইমরানের হিলটপ ম্যানসনের একটি কক্ষে গৃহবন্দি করা হয়। বুশরা ও তার আইনজীবীর দাবি, সেখানে নিরাপত্তাকর্মী এবং কারাগার থেকে তার জন্য যে কর্মীদের পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই পুরুষ। তাই তিনি আদালতের কাছে তাকে কারাগারে স্থানান্তরের অনুরোধ করেছেন। কারা কর্তৃপক্ষ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
তবে বুশরার আবেদনের ভিত্তিতে বুধবার ইসলামাবাদ হাইকোর্ট কর্তৃপক্ষকে বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। যেখানে ইমরান খানও বন্দি আছেন।
আদালত বুশরা বিবির আবেদন মঞ্জুর করার কিছুক্ষণ পরই তাকে কারাগারে স্থানান্তর করা হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, “বুশরা বিবিকে কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি করে রাখার কারণে সমালোচকরা সরকারের কাছ থেকে আমরা বাড়তি সুবিধা নিচ্ছি বলে যে সমালোচনা করছিল এটা তার জবাব হবে।”
আরও পড়ুন:
তোষাখানা মামলায় ইমরান খান ও স্ত্রীর ১৪ বছর করে কারাদণ্ড
বুশরা বিবি: পিঙ্কি পীরনি থেকে দুর্নীতির আসামি