কোভিড-১৯: চীনের আরও ৫ জনের মৃত্যু

নতুন এসব মৃত্যু নিয়ে দেশটিতে কোভিড মহামারীতে মৃতের সংখ্যা ৫২৪২ জনে দাঁড়িয়েছে বলে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2022, 03:54 AM
Updated : 20 Dec 2022, 03:54 AM

কোভিড-১৯ মহামারীতে ১৯ ডিসেম্বর আরও পাঁচজন মারা গেছে বলে জানিয়েছে চীন, আগেরদিন একই রোগে দুইজন মারা গিয়েছিল।

নতুন এসব মৃত্যু নিয়ে দেশটিতে কোভিড মহামারীতে মৃতের সংখ্যা ৫২৪২ জনে দাঁড়িয়েছে বলে মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

সোমবার দেশটিতে কোভিড-১৯ এর উপসর্গসহ ২৭২২ জন রোগী শনাক্ত হয়। আগের দিন রোববার ১৯৯৫ জন রোগী শনাক্ত হয়েছিল। 

Also Read: এই শীতে চীনে কোভিডের তিন ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞের

শনাক্তদের মধ্য থেকে বিদেশ ফেরত নাগরিকদের বাদ দিলে স্থানীয়ভাবে আক্রান্ত রোগী সংখ্যা ২৬৬৫ জন। আগেরদিন সংখ্যাটি ১৯১৮ ছিল।

নতুন এসব রোগী নিয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চীনের মূলভূখণ্ডে শনাক্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ১৭৫ জনে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি জিরো-কোভিড নীতি শিথিল করার পর দেশটিতে গণহারে কোভিড পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক শনাক্ত কম পাওয়া যাচ্ছে।