যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে এবং পরবর্তী আলোচনাগুলোতে প্রথমে জাতিসংঘ এবং পরে অন্যান্য দেশও যোগ দেবে বলে জানিয়েছেন রুশ আলোচক গ্রেগরি কারাসিন।
Published : 25 Mar 2025, 09:33 PM
ইউক্রেইনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা কঠিন হলেও ‘ফলপ্রসূ’ হয়েছে। পরবর্তী আলোচনায় জাতিসংঘ ও অন্যান্য দেশও যোগ দেবে।
রাশিয়ার তাস বার্তা সংস্থাকে একথা বলেছেন, আলোচনায় অংশ নেওয়া রুশ প্রতিনিধি দলের সদস্য গ্রেগরি কারাসিন।
তিনি বলেন, "সবকিছু নিয়ে আলোচনা হয়েছে—গভীর ও কঠিন সংলাপ হয়েছে, তবে এ আলোচনা আমাদের এবং আমেরিকানদের জন্য খুবই কার্যকর ছিল। অনেক সমস্যা নিয়েই আলোচনায় হয়েছে।"
এক সময়কার কূটনীতিক কারাসিন বলেন, “আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিসংঘ-সহ অন্যান্য দেশ আলোচনায় জড়িত হবে। তিনি বলেন, "আমরা এই আলোচনা চালিয়ে যাব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করব। প্রথমে জাতিসংঘ এবং পরে আরও কিছু দেশ আলোচনায় যোগ দেবে।"
তিনি আরও বলেন, “সাধারণভাবে বলতে গেলে একটি গঠনমূলক আলোচনার চিত্রই ফুটে ওঠে, যেটি হওয়া প্রয়োজন ও অপরিহার্য। আমেরিকাও এ বিষয়ে আগ্রহী।"
রাশিয়ার এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, একটি খসড়া যৌথ বিবৃতি মস্কো ও ওয়াশিংটনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তাদের এটি মঙ্গলবার প্রকাশ করার কথা রয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেইন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি চুক্তি করা নিয়ে এই আলোচনা হয়।
মঙ্গলবার এই বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশের কথা রয়েছে। রাশিয়ার সঙ্গে এই আলোচনার আগে ইউক্রেইনের সঙ্গে বৈঠক করেছিল যুক্তরাষ্ট্র।