দাগেস্তান অঞ্চলের রাজধানী মাখাচাকালার একটি পেট্রল পাম্পে বিস্ফোরণের পর বড় ধরনের আগুনের সূত্রপাত হয়।
Published : 15 Aug 2023, 10:06 AM
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান অঞ্চলের রাজধানী মাখাচাকালার একটি পেট্রল পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত ২৭ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।
মাখাচাকালার জরুরি পরিষেবার বরাত দিয়ে মঙ্গলবার ভোররাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রুশ বার্তা সংস্থা টিএএসএস (তাস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় মাখাচাকালার শহরতলীর একটি পেট্রল পাম্পে বিস্ফোরণের পর বড় ধরনের আগুনের সূত্রপাত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এক পর্যায়ে আগুন ৬০০ বর্গমিটার স্থানজুড়ে ছড়িয়ে পড়েছিল, পরে উন্মুক্ত স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল কর্মীরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কর্মকর্তারা জানিয়েছেন, মাখাচাকালার একটি মহাসড়কের পাশে গাড়ি মেরামতের এক গ্যারেজে প্রথমে আগুন লাগে, এই আগুন নিকটবর্তী পেট্রল পাম্পে ছড়িয়ে পড়ার পর সেখানে বিস্ফোরণ ঘটে।
অনলাইনে পোস্ট করা ফুটেজে একতলা একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে, জানিয়েছে রয়টার্স টেলিভিশন।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, “যেন এখানে একটি যুদ্ধ চলছে।”
বার্তা সংস্থা আরআইএ এর প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়ে রশিয়ার উপস্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিশেনকো বলেছেন, অন্তত ৬৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক।
দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু।
দাগস্তান অঞ্চলের প্রধান সের্গেই মেলিকভ জানিয়েছেন, পেট্রল পাম্পের অপরপাশে ‘বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে’, এর ‘কারণ ও প্রকৃতি’ নির্ধারণ করা হচ্ছে।
পেট্রল পাম্পের আটটি জ্বালানি ট্যাঙ্কের মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে। তৃতীয় আরেকটি ট্যাঙ্কে আরেকটি বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
ঘটনাস্থলে ৭০ জনেরও বেশি দমকল কর্মী ও ২০টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছিলেন। পুলিশ ও নগরীর কর্মকর্তারা ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে।
মাখাচাকালার যে এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে সেখানে গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাখাচাকালার স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে। হতাহতদের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা ও সমর্থন দেওয়া হবে বলে মেলিকভ জানিয়েছেন।
আঞ্চলিক আইন কর্মকর্তার দপ্তর জানিয়েছে, ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।