ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা কাতারের মধ্যস্থতাকারীদের কাছে এ প্রস্তাব দিয়েছে।
Published : 14 Nov 2023, 12:14 PM
ইসরায়েলের সঙ্গে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস গাজায় বন্দি ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানা গেছে।
সোমবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা কাতারের মধ্যস্থতাকারীদের কাছে এ প্রস্তাব দিয়েছে।
তবে ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করবে না বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার হামাসের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক অডিও রেকর্ডিংয়ে আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, “গত সপ্তাহে কাতারের ভাইয়েরা শত্রুপক্ষীয় বন্দিদের ভেতর থেকে নারী ও শিশুদের মুক্তি দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালিয়েছিল, তার বিনিময়ে শত্রুদের হাতে বন্দি ফিলিস্তিনি ২০০ শিশু ও ৭৫ জন নারীকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা।
“এই সমঝোতার মধ্যে একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি এবং গাজা ভূখণ্ডের সব জায়গায় সাহায্য ও মানবিক ত্রাণ পৌঁছানোর অনুমতি থাকা উচিত।”
ইসরায়েল চুক্তির মূল্য ‘এড়িয়ে যাওয়া ও বিলম্বিত’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা (কাতারের) মধ্যস্থতাকারীদের বলেছি, পাঁচ দিনের যুদ্ধবিরতি হলে আমরা তাদের ৫০ জনকে মুক্তি দিতে পারি আর সংখ্যাটি ৭০ জনেও পৌঁছতে পারে, বন্দিরা বিভিন্ন পৃথক উপদলের হাতে আটক থাকায় এ নিয়ে কিছুটা জটিলতা আছে।”
তিনি জানান, ইসরায়েল ১০০ জনেক মুক্তি দিতে বলেছে।
গাজা অবরোধ করে রাখা ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের ধারণা, হামাস এটিকে শুধু ফের দলবদ্ধ হওয়ার কাজে ব্যবহার করবে। তবে তারা খাদ্য ও অন্যান্য সরবরাহ প্রবেশ করতে দিতে এবং বিদেশিদের গাজা ছেড়ে পালাতে দিতে সংক্ষিপ্ত ‘মানবিক বিরতি’ দিতে সম্মত হয়েছে।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান সাংবাদিকদের বলেছেন, “জিম্মি মুক্তির প্রেক্ষাপটে ওয়াশিংটন যথেষ্ট দীর্ঘ বিরতি দেখতে চায়- কয়েক দিনের, কয়েক ঘণ্টার নয়।”
মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের মতামত কলামের এক লেখক অনামা এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছেন, গাজায় বন্দি অধিকাংশ ইসরায়েলি নারী ও শিশুর মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেওয়া নিয়ে একটি চুক্তির খুব কাছে রয়েছে ইসরায়েল ও হামাস। বিস্তারিত চূড়ান্ত হলে কয়েকদিনের মধ্যেই এই চুক্তির কথা ঘোষণা করা হতে পারে।
৭ অক্টোবর হামাসের যোদ্ধারা গাজায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায়। তাদের হামলায় ১২০০ জন নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। পাশাপাশি হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে ২৪০ জনের বেশি লোককে ধরে গাজায় নিয়ে বন্দি করে রেখেছে।
এরপর থেকে গাজায় ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল। পরে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে স্থল হামলাও শুরু করে তারা। গাজা সিটি ঘিরে ফেলে সেখানে চিরুনি অভিযান শুরু করেছে তারা। কিন্তু প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। গাজা সিটির রাস্তায় রাস্তায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র লড়াই হচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের ৪০ শতাংশ শিশু। ইসরায়েলের নির্বিচার হামলায় ঘনবসতিপূর্ণ গাজা ভূখণ্ডের প্রায় দুই তৃতীয়াংশ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন।
আরও পড়ুন:
গাজার আল-শিফা হাসপাতাল মৃতদের দাফন করতে পারছে না: ডব্লিউএইচও
গাজায় হাসপাতালের কাছে তীব্র লড়াই, শিশুদের নিয়ে উদ্বেগ