পরিকল্পনা অনুযায়ী বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা চন্দ্রযানটির ল্যান্ডার বিক্রমের।
Published : 22 Aug 2023, 05:20 PM
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো চাঁদের আরও কিছু ছবি শেয়ার করেছে। এ ছবিগুলো চন্দ্রপৃষ্ঠের মাত্র ৭০ কিলোমিটার দূর থেকে তুলেছে দেশটির চন্দ্রযান-৩।
পরিকল্পনা অনুযায়ী বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযানটির ল্যান্ডার বিক্রম।
বিক্রমের চাঁদে নামার এই ঐতিহাসিক পর্যায়টিতে পথনির্দেশকের দায়িত্ব পালন করবে যে ক্যামেরাটি, সেই ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (এলপিবিসি) ছবিগুলো তুলেছে।
ইসরো জানিয়েছে, শনিবার চন্দ্রপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার উপর থেকে ছবিগুলো তুলেছে এলপিবিসি। বিক্রম এর ডিভাইসে থাকা চাঁদের রেফারেন্স ম্যাপের সঙ্গে এলপিবিসির তোলা ছবিগুলো যাচাই করে নিজের অবস্থান নির্ধারণ করবে। আর এভাবেই ধাপে ধাপে চাঁদের বুকে নামবে ভারতীয় এই ল্যান্ডারটি।
চাঁদের এসব ছবির পাশাপাশি চন্দ্রাভিযানের সর্বশেষ তথ্যও শেয়ার করেছে ইসরো।
তারা বলেছে, “চন্দ্রযান-৩ এর অভিযান পরিকল্পনা অনুযায়ীই চলছে। সবকিছু নিয়মিত পরীক্ষা করে দেখা হচ্ছে। মসৃণ অগ্রযাত্রা অব্যাহত আছে। “
সোমবার ইসরো চাঁদের দূরবর্তী অংশের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে ওই অংশের কিছু পরিচিত খানাখন্দ দেখা গেছে। এই ছবিগুলোও তুলেছে এলপিবিসি। বিক্রমের জন্য খানাখন্দ ও বোল্ডার এড়িয়ে নিরাপদ অবতরণ এলাকা খুঁজে বের করতে সহায়তা করা এলপিবিসির প্রধান কাজ।
বুধবার ভারতীয় সময় ৫টা ২০ মিনিট থেকে ইসরো বিক্রমের চাঁদে নামার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা শুরু করবে।
বিক্রম যদি ঠিকঠাক অবতরণ করতে পারে তবে ভারতই হবে চাঁদের রহস্যঘেরা দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম এবং চাঁদের বুকে সফলভাবে নামতে পারা চতুর্থ দেশ। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে।
চাঁদের দক্ষিণ মেরু নিয়ে মানুষের গবেষণা খুব বেশি এগোয়নি। ছায়ায় ঢাকা ওই অঞ্চল চাঁদের উত্তর মেরুর চেয়ে অনেকটা বড়। ধারণা করা হয়, সবসময় অন্ধকারে থাকা ওই অঞ্চলে বরফ বা পানির অস্তিত্ব থাকলেও থাকতে পারে। এই বরফ বা পানি খোঁজাই ভারতের এবারের চন্দ্রাভিযানের মূললক্ষ্য।
আরও খবর: