এই দুই জনের মৃত্যুতে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চলাকালে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা ৩৭০ জনে দাঁড়িয়েছে।
Published : 03 Nov 2024, 10:13 AM
ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার একই ঘটনায় আরেক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন।
নিহত ওই দুই স্টাফ সার্জেন্টের মধ্যে একজনের বয়স ২০ ও অপরজনের ২২ বছর। তারা উভয়েই ইসরায়েলি সেনাবাহিনীর শাকেদ ব্যাটালিয়েনের গিভাতি ব্রিগেডের সদস্য।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এই প্রাণঘাতী ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্ত করে দেখছে তারা।
এই দুই জনের মৃত্যুতে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চলাকালে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা ৩৭০ জনে দাঁড়িয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার জানিয়েছে, তাদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় গত মাসে শুরু হওয়ার পর থেকে চলমান অভিযানে ইসরায়েলি সেনারা হামাসের প্রায় ৯০০ যোদ্ধাকে হত্যা করেছে।
এ সময় আরও ৭০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৩০০ জন হামাসের সদস্য বলে নিশ্চিত হয়েছে ইসরায়েলি বাহিনী।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আইডিএফ গাজা সিটিতে হামাসের একটি বড় ধরনের ভূগর্ভস্থ অস্ত্র কারখানা খুঁজে পাওয়ার পর সেটি ধ্বংস করে দিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৫২তম ডিভিশনের সেনারা ওই টানেল নেটওয়ার্কটি খুঁজে পায়। আগে হামাস সেখানে অস্ত্র তৈরি করতো বলে দাবি করেছে তারা।
গাজা সিটির জেইতুন এলাকায় ‘বেসামরিক জনবসতির একেবারে কেন্দ্রস্থলের নিচে’ এই কারখানাটি ছিল বলে অভিযোগ তাদের।
ভূগর্ভস্থ টানেলের ভেতরে থাকা এই কারখানায় অনেকগুলো লেদ মেশিন এবং রকেট, মর্টার ও গ্রেনেড তৈরির বহু উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।