“আইনের শাসন বিরাজ করছে,” বলেন আসামির আইনজীবী।
Published : 11 Apr 2025, 02:31 PM
এল সালভাদরের একটি বৃহৎ কারাগারে নির্বাসিত মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।
ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে, কিলমার আব্রেগো গার্সিয়াকে ‘প্রশাসনিক ভুলে’ নির্বাসিত করা হয়েছিল। তবে তার যুক্তরাষ্ট্রে ফিরে আসার ব্যবস্থা নিতে জেলা আদালত যে নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে আপিল করেছিল তারা।
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ৯-০ ভোটে নিম্ন আদালতের আদেশ আটকাতে অস্বীকৃতি জানিয়েছে।
বিবিসি লিখেছে, এই আদেশের ফলে আব্রেগো গার্সিয়াকে এল সালভাদরের হেফাজত থেকে মুক্তির জন্য সরকারকে ‘ব্যবস্থা’ নিতে হবে। পাশাপাশি অন্যায়ভাবে নির্বাসনে পাঠালে মামলা যেভাবে পরিচালনা হওয়ার কথা তা নিশ্চিত করতে হবে।
সালভাদরের অভিবাসী গার্সিয়া হলেন কয়েক ডজন অভিবাসীর একজন, যাদেরকে গত মাসে যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে করে এল সালভাদরের কুখ্যাত সিকোটে (সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব টেররিজম) পাঠানো হয়।
উচ্চ আদালতের সিদ্ধান্ত আসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে গার্সিয়ার আইনজীবী সাইমন স্যান্ডোভাল-মোশেনবার্গ বলেন, “আইনের শাসন বিরাজ করছে।
“জেলা জজের আদেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট বলেছে, সরকার যেন কিলমারকে বাড়িতে ফেরায়।”
গত সপ্তাহে সুপ্রিম কোর্টে জরুরি আবেদনে ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছিল, গত সোমবারের মধ্যে গার্সিয়াকে ফেরাতে যে আদেশ দেন মেরিল্যান্ড জেলা আদালতের বিচারক পলা জিনিস। সেই আদেশ দেওয়ার এখতিয়ার এ বিচারকের নেই এবং গার্সিয়াকে ফেরাতে এল সালভাদরকে বাধ্য করতে পারেন না মার্কিন কর্মকর্তারা।
মার্কিন সলিসিটর জেনারেল ডি জন সয়ার আদালতে তার জরুরি আবেদনে লিখেছেন, “বিদেশি কূটনীতি পরিচালনা এবং বিদেশি সন্ত্রাসীদের হাত থেকে জাতিকে রক্ষা করা, এমনকি তাদের অপসারণের এখতিয়ার সংবিধান দিয়েছে প্রেসিডেন্টকে; ফেডারেল জেলা আদালতকে নয়।”
সুপ্রিম কোর্ট সোমবার এই আবেদন আমলে নিয়ে বিচারক পল জিনিসের আদেশটি সাময়িকভাবে স্থগিত করেছিল। এরপর বৃহস্পতিবার নিজেদের সিদ্ধান্ত দিল উচ্চ আদালত।
উচ্চ আদালত বৃহস্পতিবার বিচারক পল জিনিসকে তার প্রাথমিক আদেশের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে। জেলা বিচারক তার এখতিয়ার অতিক্রম করে থাকতে পারেন বলে সুপ্রিম কোর্ট মনে করে।
“জেলা আদালতের উচিত পররাষ্ট্র বিষয়ক আচরণ প্রশ্নে নির্বাহী শাখার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে তার নির্দেশনাটি স্পষ্ট করা।”