আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮

পাকিস্তানের সীমান্তবর্তী আফগান প্রদেশ খোস্ত ও পাকতিকায় চালানো এসব হামলায় পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 09:46 AM
Updated : 18 March 2024, 09:46 AM

আফগানিস্তানে পাকিস্তানের জোড়া বিমান হামলায় আটজন নিহত হয়েছে বলে দেশটির তালেবান সরকার জানিয়েছে।

সোমবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের সীমান্তবর্তী আফগান প্রদেশ খোস্ত ও পাকতিকায় চালানো এসব হামলায় পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে।

এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন অভিহিত করে এর নিন্দা জানিয়েছে তিনি। 

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা পোস্টে শনিবার ভোরে অজ্ঞাত জঙ্গিদের হামলায় সাত সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের অভিযোগ, সীমান্ত অতিক্রম করে আফগানিস্তান থেকে আসা জঙ্গিরা হামলাটি চালিয়েছে। আফগানিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তান সরকার ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে এ ধরনের হামলার সংখ্যা বেড়ে গেছে।

পাকিস্তান তালেবান (টিটিপি) এ ধরনের অনেক হামলার দায় স্বীকার করেছে আর অনেকগুলো হামলা আফগানিস্তানের মাটি ব্যবহার করে চালানো হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। 

কিন্তু আফগানিস্তান সরকার কোনো জঙ্গি গোষ্ঠীকে তাদের এলাকা ব্যবহার করতে দেওয়ার কথা অস্বীকার করেছে।

এক বিবৃতিতে মুজাহিদ বলেছেন, “ইসলামিক আমিরাত আফগানিস্তান এর অঞ্চল ব্যবহার করে কাউকে নিরাপত্তার ক্ষেত্রে আপস করতে দেয় না। নিজের অঞ্চলে বিরাজমান সমস্যা, নিয়ন্ত্রণহীনতা ও অযোগ্যতার জন্য আফগানিস্তানকে দায়ী করা উচিত নয় পাকিস্তানের।

“এ ধরনের ঘটনার ফলাফল অত্যন্ত খারাপ হতে পারে যা পাকিস্তানের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে।”

রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে হামলার বিষয়ে মন্তব্যের জন্য তাদের জানানো অনুরোধে পাকিস্তানের সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

আরও পড়ুন:

Also Read: আফগান সীমান্তের কাছে পাকিস্তান সেনাপোস্টে হামলায় নিহত ৭