কারা এই হামলা চালিয়েছে যে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
Published : 16 Mar 2024, 08:02 PM
আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা পোস্টে শনিবার ভোরে জঙ্গি হামলায় সাত সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বহিনী।
বলেছে, ছয় জঙ্গি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সেনাপোস্টে ওই হামলা চালায়। তাদের কয়েকজন আত্মঘাতী হামলাও করেছে।
তবে কারা এই হামলা চালিয়েছে যে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
হামলার বর্ণনায় সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বলা হয়, “জঙ্গিরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে দ্রুতবেগে সেনাপোস্টের উপর চড়াও হয়। তারপর কয়েকজন আত্মঘাতী হামলা চালায়। বিস্ফোরণের ধাক্কায় একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে এবং সেখানে পাঁচ সেনা নিহত হন।
“জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পরে আরো দুই সেনা সদস্য প্রাণ হারান।”
পাকিস্তান সরকার এবং দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, গত কয়েক মাসে দেশটিতে জঙ্গি হামলা অনেক বেড়ে গেছে। ওই সব হামলার অনেকগুলোর দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। আফগানিস্তান থেকে ওইসব হামলা চালানো হয়েছে।
যে কারণে পাকিস্তান সরকারের সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান প্রশাসনের সম্পর্কের অবনতি হয়েছে। যদিও তালেবান প্রশাসন দাবি করেছে, তারা জঙ্গিদের আফগানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দিচ্ছে না।
পাকিস্তানে গতমাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।