Published : 03 Jun 2023, 01:36 PM
তুরস্কের উপকূলে গ্রিসের কাইওস দ্বীপের কাছে দুটি মালবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এজিয়ান সাগরের পূর্বাংশে কাইওস দ্বীপ থেকে নয় মাইল উত্তরে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ পোটেনশিয়া ও ভানুয়াতুর পতাকাবাহী এএনটির মধ্যে সংঘর্ষ হয়।
পোটেনশিয়ায় ১৯ ক্রু সদস্য ও এএনটিতে ১৩ জন ক্রু ছিলেন। জাহাজগুলো খালি ছিল বলে পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন গ্রিসের কোস্টগার্ডের এক কর্মকর্তা।
তিনি বলেন, “কেউ আহত হয়নি। এ ঘটনায় দুষণেরও কোনো ঝুঁকি নেই।”
কোন পরিস্থিতিতে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন তিনি।
গ্রিসের কর্তৃপক্ষ ঘটনাস্থলে সাতটি নৌযান এবং একটি তল্লাশি ও উদ্ধার হেলিকপ্টার মোতায়েন করেছে।