Published : 01 Mar 2025, 09:50 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্র তাদের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়াক। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন।
ট্রাম্পের সঙ্গে ওই বৈঠককে ‘কঠিন সংলাপ’ বলে বর্ণনা করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেইন খনিজ চুক্তি সই করতে প্রস্তুত। তবে এর বিনিময়ে তিনি এখনও নিরাপত্তার নিশ্চয়তা চান।
নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি করা ইউক্রেইনের জন্য বিপজ্জনক বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে চান বলে জানান জেলেনস্কি।
তবে তিনি বলেন, “আমরা যতটা চাই ততটা আর কেউই শান্তি চায় না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি কাজে আসে না। গত ১০ বছরে তিনি ২৫ বার যুদ্ধবিরতি ভেঙেছেন। সত্যিকারের শান্তিই একমাত্র সমাধান।
রাশিয়া নিয়ে ইউক্রেইনের অবস্থান পরিবর্তন করতে পারেন না জানিয়ে জেলেনস্কি বলেন, “রাশিয়ানরা আমাদেরকে মারছে। রাশিয়া হচ্ছে শত্রু। এই বাস্তবতা আমরা মোকাবেলা করছি।
“ইউক্রেইন শান্তি চায়। কিন্তু এটি অবশ্যই একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি হতে হবে। সেজন্য আলোচনার টেবিলে আমাদের শক্ত হওয়া প্রয়োজন।”
ট্রাম্প রাশিয়ার নেতার সঙ্গে একটি সংলাপে যাওয়ার উপায় খুঁজছেন সেটি বুঝতে পারছেন বলে উল্লেখ করেন জেলেনস্কি।
তবে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সবসময় শক্তির মধ্য দিয়ে শান্তি সম্পর্কে কথা বলেছে। আর আমরা একসঙ্গে পুতিনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারি। আমি চাই যুক্তরাষ্ট্র আরও দৃঢ়ভাবে আমাদের পাশে দাঁড়াক।”
“রুশ আগ্রাসনকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া লড়াই চালিয়ে যাওয়া কঠিন। সব ইউক্রেইনীয় যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থানের কথা শুনতে চায়। ইউক্রেইন কি ধরনের নিরাপত্তার নিশ্চয়তা পাবে, কতটুকু পাবে এবং কখন পাবে তা যুক্তরাষ্ট্রের নির্ধারণ করা প্রয়োজন,” বলেন জেলেনস্কি।