ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত স্পিডবোটটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল।
Published : 19 Dec 2024, 09:57 AM
মুম্বাই উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় ১৩ জনের প্রাণ গেছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে নৌবাহিনীর তিন সদস্য রয়েছেন। ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।
অনলাইনে পোস্ট করা ঘটনার ভিডিওতে দেখা যায়, ফেরিতে ধাক্কা দেওয়ার আগে স্পিডবোটটি চক্কর খায়, পরে নৌযানটি ডুবে যায়।
ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত স্পিডবোটটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল।
বিবিসি লিখেছে, বেসরকারি মালিকানাধীন ফেরিটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এলিফ্যান্টা গুহার দিকে যাওয়ার সময় তার সঙ্গে স্পিডবোটের ধাক্কা লাগে।
প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “ইঞ্জিন পরীক্ষার মধ্যে থাকা নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।”
ফেরির এক যাত্রী স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, "স্পিডবোটটি আমাদের বোটকে ধাক্কা দেয়; তাতে আমাদের বোট পানি ঢুকতে শুরু করে এবং এটি উল্টে যায়। ড্রাইভার আমাদের লাইফ জ্যাকেট পরতে বলেছিল।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই যাত্রী বলেন, “১৫ মিনিট সাঁতার কাটার পর অন্য একটি নৌকা আমাকে উদ্ধার করে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে টুইট করেছেন। তিনি বলেছেন, “মুম্বাইয়ে নৌকাডুবির ঘটনা দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”