হাঙ্গেরি বেরিয়ে গেলে তারা হবে বৈশ্বিক এ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ।
Published : 03 Apr 2025, 10:36 PM
হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরিতে নামার পরপরই ইউরোপীয় দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অবরানের সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই নেতানিয়াহু হাঙ্গেরিতে নামেন, জানিয়েছে বিবিসি।
নিয়ম অনুযায়ী, আইসিসি কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সদস্যরা সাধারণত তাদের মাটিতে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আদালতের কাছে সমর্পণ করে। যদিও সব সময় সব সদস্য দেশ এ নিয়ম মানে না।
গত নভেম্বরে আইসিসিরি বিচারকরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করে বলেছিলেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে নেতানিয়াহুর যে ‘দায়’ আছে, তা বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে। সেসময় নেতানিয়াহু আইসিসির এ সিদ্ধান্তকে ‘এন্টি-সেমেটিক’ বলে অ্যাখ্যা দিয়েছিলেন।
ওই গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই অরবান নেতানিয়াহুকে হাঙ্গেরি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন, তার দেশে আইসিসির এ সিদ্ধান্তের ‘কোনো প্রভাব’ নেই।
বৈশ্বিক আদালত হিসেবে খ্যাত আইসিসির যে কোনো গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার রয়েছে।
হাঙ্গেরি এ আদালতটির প্রতিষ্ঠাতা সদস্য। এখন আইসিসির মোট সদস্য দেশ ১২৫টি।
হাঙ্গেরি বেরিয়ে গেলে তারা হবে বৈশ্বিক এ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া আইসিসির সদস্য নয়, তারা এই আদালতের কর্তৃত্বকে স্বীকারও করে না।
ইসরায়েলও এর সদস্য নয়। কিন্তু ২০২১ সালে এক রায়ে আইসিসি বলেছিল, দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় কোনো ঘটনার বিচারের এখতিয়ার তাদের আছে, কেননা জাতিসংঘের মহাসচিব ফিলিস্তিনিদের এ আদালতের সদস্য হিসেবে মেনে নিয়েছেন।
তবে মুখে ঘোষণা দিলেই কোনো দেশ আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে না। নিয়ম অনুযায়ী এখন হাঙ্গেরিতে জাতিসংঘের মহাসচিব বরাবর চিঠি লিখে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের কথা জানাতে হবে, এরপর এক বছর পর এই প্রত্যাহার কার্যকর হবে।