উল্টো ওয়াশিংটন দশকের পর দশক ধরে তাদের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে আসছে বলে অভিযোগ তেহরানের।
Published : 15 Jan 2025, 01:20 PM
যুক্তরাষ্ট্রের নিবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে ইরান কখনোই হত্যার ষড়যন্ত্র করেনি বলে দাবি করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকারের অতীতে করা অভিযোগগুলোও অস্বীকার করেন।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগে বলা হয়, ইরানের রেভুল্যুশনারি গার্ড কোর ওই ষড়যন্ত্রের ছক কষে ট্রাম্পকে হত্যার নির্দেশ দিয়েছিল। কিন্তু কোনো হামলা হওয়ার আগেই মার্কিন আইন প্রয়োগকারীরা কথিত পরিকল্পনাটি ব্যর্থ করে দেয়।
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্পও বলেছিলেন যে তাকে হত্যার চেষ্টার পেছনে ইরান থাকতে পারে।
“যাইহোক, কোনোটাই না,” ট্রাম্পকে হত্যার ইরানের কোনো পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নে এনবিসি নিউজকে বলেন পেজেশকিয়ান।
“আমরা কখনোই এটি শুরু করার চেষ্টা করিনি আর করবও না,” বলেন তিনি।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে সোমবার শপথ নিতে যাচ্ছেন। এই নির্বাচনের প্রচারণা চলাকালে দুইবার হত্যা চেষ্টা থেকে বেঁচে যান তিনি। সেপ্টেম্বরে ফ্লোরিডার পাম বিচে নিজের গল্ফে কোর্সে খেলার সময় একবার আর জুলাইয়ে পেনসিলভেইনিয়ার বাটলারে জনসভা চলাকালে আরেকবার। তবে এর কোনোটিতেই তদন্তকারীরা ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পাননি।
আমেরিকার বিভিন্ন বিষয়ে ইরান সাইবার অভিযানসহ বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে বলে এর আগে দাবি করেছিল যুক্তরাষ্ট্র, তখনও ইরান ওইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।
উল্টো ওয়াশিংটন দশকের পর দশক ধরে তাদের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে আসছে বলে অভিযোগ তেহরানের। এ প্রসঙ্গে ১৯৫৩ সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানো থেকে শুরু করে ২০২০ সালে দেশটির সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে মার্কিন ড্রোন দিয়ে হত্যার ঘটনা উল্লেখ করেছে তারা।