কুইন্সল্যান্ডের পুলিশ ৯ মাস বয়সী শিশুর ওপর হামলাকারী এই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
Published : 09 Sep 2024, 06:01 PM
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক শিশুর গায়ে গরম কফি নিক্ষেপ করে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে খুঁজে বের করতে আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে অস্ট্রেলীয় পুলিশ।
৯ মাস বয়সী শিশুর ওপর ওই হামলার ঘটনা অকস্মাৎই ঘটে যায় গত মাসে। গরম কফিতে শিশুটির দেহ ও মুখ মারাত্মকভাবে দগ্ধ হয়। এ ঘটনায় জাতি স্তম্ভিত হয়েছে।
কুইন্সল্যান্ডের পুলিশ ৩৩ বছর বয়সী ওই হামলাকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে ওই কাজ করার অভিযোগ হয়েছে, যার সম্ভাব্য শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।
তবে সোমবার পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী ঘটনার ৬ দিন পর ফ্লাইট ধরে সিডনি বিমানবন্দর থেকে চলে গেছে। পুলিশ ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার মাত্র ১২ ঘন্টা আগে সে অস্ট্রেলিয়া ছেড়ে পালিয়ে যায়।
বিবিসি জানায়, গত ৩১ অগাস্ট শিশুটি পরিবারের সঙ্গে শহরতলির একটি পার্কে পিকনিকে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেই সময় এক ‘অদ্ভুত লোক’ তাদের কাছে গিয়ে ফ্লাস্ক থেকে শিশুটির গায়ে গরম কফি ঢেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
শিশুটিকে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অফ-ডিউটিতে থাকা এক নার্স শিশুটিকে কাছের একটি অ্যাপার্টমেন্টে নিয়ে পোড়া জায়গায় ঠান্ডা পানিও ঢালে।
তবে শিশুটি বাজেভাবে পুড়ে গিয়েছিল এবং কয়েকবার তার অস্ত্রোপচার করারও দরকার হয়েছে। জখম সারতে অনেক বছর লাগবে বলেই ভাষ্য শিশুটির বাবা-মায়ের।
শিশুটির ওপর হামলার উদ্দেশ্য কি ছিল তা এখনও জানা যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা পল ডাল্টন। তিনি এ ঘটনাকে তার দেখা সবচেয়ে ‘জটিল ও দুঃখজনক’ ঘটনা বলে বর্ণনা করেন।
ডাল্টন গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তি কোন দেশে পালিয়ে গেছেন এবং তার নাম কি সেটি পুলিশ জানে। তবে তদন্তের স্বার্থে এখন তা প্রকাশ করা হচ্ছে না।