মোটরগাড়ি নির্মাণ শিল্প বিশেষজ্ঞদের ধারণা, এই শুল্ক আরোপের ফলে গাড়ির মূল্য বৃদ্ধি পাবে আর উৎপাদন বাধাগ্রস্ত হবে।
Published : 27 Mar 2025, 03:25 PM
যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি ও ছোট ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে আর তাতে ট্রাম্পের শুরু করা বিশ্ব বাণিজ্য যুদ্ধ আরও বিস্তৃত হবে।
মোটরগাড়ি নির্মাণ শিল্প বিশেষজ্ঞদের ধারণা, এই শুল্ক আরোপের ফলে গাড়ির মূল্য বৃদ্ধি পাবে আর উৎপাদন বাধাগ্রস্ত হবে।
বুধবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা যা করতে যাচ্ছি তা হল যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব গাড়ির জন্য ২৫ শতাংশ শুল্ক।”
নির্বাচনী প্রচারণায় কর হ্রাস ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে ক্ষয়িষ্ণু শিল্প খাত পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। কর হ্রাসের ফলে ঘাটতি রাজস্ব পূরণে শুল্ককে একটি উপায় হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি অতিরিক্ত শুল্কের কারণে আমদানি কমলে অভ্যন্তরীণ শিল্প পুনরুজ্জীবিত হবে বলে আশা তার।
ট্রাম্প জানিয়েছেন, ৩ এপ্রিল থেকে ঘোষিত শুল্ক আদায় শুরু হবে।
রয়টার্স জানায়, ট্রাম্পের ঘোষণার পর প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এই পদক্ষেপকে ‘ব্যবসার জন্য খারাপ, ভোক্তাদের জন্য আরও খারাপ’ বলে মন্তব্য করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের এই সিদ্ধান্তকে কানাডার শ্রমিকদের ওপর ‘সরাসরি আঘাত’ বলে বর্ণনা করেছেন।
অপরদিকে আমেরিকান শ্রমিক ইউনিয়ন ইউনাইটেড অটো ওয়ার্কার্স এ সিদ্ধান্তের প্রশংসা করেছে। সংগঠনটি দীর্ঘ দিন ধরে মুক্ত বাণিজ্য চুক্তির সমালোচনা করে আসছিল। এই চুক্তি আমেরিকানদের চাকরি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে আসছিল তারা।
ওই সিদ্ধান্ত ঘোষণার পর গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয় আর মার্কিন ইক্যুইটি সূচকের দাম পড়ে যায়।