পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে রিশাদ হোসেনের।
Published : 11 Apr 2025, 03:30 PM
একদিকে, ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটছে নাজমুল হোসেন শান্তদের। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের পর নাহিদ রানাও উড়াল দেবেন পাকিস্তানে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক শান্তর বিশ্বাস, এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভালো করবে তার জাতীয় দলের সতীর্থরা।
রাওয়ালপিন্ডিতে শুক্রবার শুরু হবে পিএসএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রিশাদের লাহোর কালান্দার্স। দ্বিতীয় দিন আছে লিটনের করাচি কিংসের খেলা। শনিবার প্রথম ম্যাচ খেলবে নাহিদের পেশাওয়ার জালমিও।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও লিটনকে পুরো টুর্নামেন্টের জন্যই অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এখনও সাদা পোশাকে অভিষেক না হওয়ায় রিশাদের ছাড়পত্র নিয়ে শুরু থেকেই কোনো সংশয় ছিল না।
টানা খেলার ধকল, ফিটনেস সতর্কতা, ওয়ার্কলোড ম্যানেজমেন্টসহ বেশ কিছু বিষয় মিলিয়ে নাহিদকে আংশিক সময়ের ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে বাকি সময়ের জন্য পিএসএল খেলতে পারবেন তরুণ পেসার।
পিএসএলে অংশ নিতে চলতি সপ্তাহেই পাকিস্তান গেছেন লিটন ও রিশাদ। আর দেশে শান্তরা খেলছেন প্রিমিয়ার লিগে। পিএসএল শুরুর আগে লিটন-রিশাদের জন্য শুভকামনা জানালেন শান্ত।
“খুবই ভালো। সত্যি বলতে আমি খুবই রোমাঞ্চিত। তারা ওখানে (পিএসএল) যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে, এই ধরনের সুযোগ বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার গুরুত্ব বেশি। তবে যদি ওই ধরনের সুযোগ থাকে, তাহলে আশা করব সামনের দিকে আমাদের অনেক ক্রিকেটার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবে।”
পিএসএলের প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে রিশাদকে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে লাহোরের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরদিন রাত ৯টায় মুলতান সুলতানসের মুখোমুখি হবে লিটনের করাচি।