পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীন ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে ডি-চকে পৌঁছায়।
Published : 26 Nov 2024, 07:44 PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীন ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের বেশ কিছু বিক্ষোভকারী ইসলামাবাদের কেন্দ্রস্থল ডি-চক এলাকায় পৌঁছানোর মধ্যেই নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এলাকা উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে নিরাপত্তা বাহিনী।
পিটিআই-য়ের বেশ কিছু বিক্ষোভকারী ডি-চকের কাছে বাধা এড়িয়ে জড়ো হওয়ার চেষ্টা করছেন। রাস্তায় প্রতিবন্ধক হিসেবে রাখা কিছু কনটেইনারের ওপরও উঠে বসেছেন বিক্ষোভকারীরা। সেনা সদস্যরাও কনটেইনারের ওপর দাঁড়িয়ে আছেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন সাংবাদিকরা।
ডি-চক ইসলামাবাদের সুরক্ষিত রেড জোন এলাকার চত্বর। রাজনৈতিক প্রতিবাদের অন্যতম স্থান এই ডি-চক। এলাকাটিতে পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সব সরকারি ভবন আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, সচিবালয় সবই এ এলাকায় অবস্থিত।
এই জায়গায় বিক্ষোভকারীদের জড়ো হতে বাধা দেওয়ার জন্য তিন ধাপে কন্টেইনার স্তুপাকারে রাখা হয়। সেইসব বাধা উপেক্ষা করেই মঙ্গলবার ডি-চকের দিকে এগিয়েছে বিক্ষোভকারীরা। ওদিকে, একইদিনে পার্লামেন্টের কাছে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতায় আধাসামরিক বাহিনীর ৪ সেনা নিহত হওয়ার খবর এসেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে। তবে এই মৃত্যুর জন্য কে দায়ী তা বলেনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মৃত্যুর জন্য বিক্ষোভকারীদের দায়ী করেছেন। বিক্ষোভকারীরা গাড়িবহর এই সেনাদের ওপর উঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, এই বিক্ষোভ শান্তিপূর্ণ নয়। এটি উগ্রবাদ।
বিবিসি জানিয়েছে, ইমরান খানের দল পিটিআই এর এক মুখপাত্র বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে থাকবেন। দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, “ইমরান খান নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা ফিরব না।”