Published : 26 Oct 2023, 03:31 PM
নিজস্ব প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য অডিও ও ভিডিও কলিং সুবিধা চালু করছে আগে ‘টুইটার’ নামে পরিচিতি পাওয়া সামাজিক মাধ্যম এক্স। আপাতত বাছাই করা কিছুসংখ্যক ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করতে পারছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ধনকুবের মাস্ক এক্স’কে একটি ‘এভরিথিং অ্যাপ’ বানানোর লক্ষ্যস্থির করেছেন।
এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক ফিচারটিকে ‘অডিও ও ভিডিও কলিংয়ের প্রাথমিক সংস্করণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন।
প্রায় বছরখানেক আগে টুইটার অধিগ্রহণ করার পর এর নাম বদলে ফেলার পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার চালু করেছেন মাস্ক, যেখানে সর্বশেষ ফিচার হিসেবে এল অডিও ও ভিডিও কলিংয়ের সুবিধা।
টুইটারকে ‘এক্স’ নামে রিব্র্যান্ড করার পর মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন, তিনি একে একটি ‘সুপার অ্যাপ’-এ রূপান্তর করবেন, যেখানে আর্থিক ফি’র ভিত্তিতে বিভিন্ন ধরনের মেসেজিং ও সামাজিক নেটওয়ার্কিং সেবা ব্যবহারের সুযোগ মিলবে।
গেল অগাস্টে ফিচারটি সম্পর্কে ইঙ্গিত দিয়ে মাস্ক বলেছিলেন, এইসব সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীর ফোন নাম্বার লাগবে না। এ ছাড়া, অ্যাপলের আইওএস, গুগলের অ্যান্ড্রয়েড ও পিসি তিন সংস্করণেই ব্যবহার করা যাবে ফিচারটি।