Published : 03 Jan 2023, 03:09 PM
বিশ্বের বৃহত্তম আইফোন নির্মাণ কারখানাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ৯০ শতাংশে নিতে পেরেছে ফক্সকন টেকনোলজি গ্রুপ। চীনের কঠোর কোভিড নীতিমালা আর শ্রমিক অসন্তোষে কার্যত স্থবির হয়ে পড়েছিল এর উৎপাদন প্রক্রিয়া।
বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ জানিয়েছে, নানা নাটকীয়তার পর অবশেষে কারখানার উৎপাদন চালু রাখার জন্য যথেষ্ট শ্রমিক পেয়েছে অ্যাপলের জন্য চুক্তিভিত্তিক ডিভাইস নির্মাতা কোম্পানিটি।
ফক্সকন নির্বাহী ভিক ওয়াংয়ের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে. এ মুহূর্তে প্রায় দুই লাখ কর্মী কাজ করছে কারখানায়। ৩০ ডিসেম্বর থেকে সর্বোচ্চ সক্ষমতার ৯০ শতাংশ ডিভাইস উৎপাদন হচ্ছে কারখানাটিতে।
ব্লুমবার্গ লিখেছে, চীনে প্রচলিত চন্দ্র ক্যালেন্ডারের নববর্ষ সামনে রেখে উৎপাদনে ফেরার বাড়তি চেষ্টা ছিল ফক্সকনের। চীন সরকার দেশজুড়ে কঠোর ‘জিরো কোভিড’ নীতিমালা শিথিল করার পর সংক্রমণ বেড়েছিল ব্যাপক হারে। সে পরিস্থিতিতে ফক্সকন আদৌ আইফোন উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে পারবে কি না -- সে বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছিল।
চীন সরকারের জিরো কোভিড নীতিমালার মধ্যেই ফক্সকন উৎপাদন প্রক্রিয়া চালু রাখার চেষ্টা করায় নানা জটিলতার সৃষ্টি হয়েছিল ‘আইফোন সিটি’ নামে পরিচিতি চ্যাংচোউ কারখানায়; কার্যত বন্দীজীবন কাটাচ্ছিলেন কারখানার শ্রমিকরা।
অ্যাপলের সিংহভাগ আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স নির্মাণ হয় এখানেই।
নভেম্বর মাসে কারখানার বেড়া টপকে পালিয়েছেন শ্রমিকদের অনেকে; সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক হারে প্রচার হয়েছে সে ঘটনার ছবি আর ভিডিও।
বেশি মজুরির প্রতিশ্রুতি দিয়ে নতুন শ্রমিক এনেও বিপাকে পড়েছিল ফক্সকন; প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি না দেওয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে পড়ে কারখানা; এক পর্যায়ে বন্ধ ছিল আইফোনের সর্বশেষ সংস্করণটির উৎপাদন।
ডিসেম্বর মাসেই বেশিরভাগ কোভিড নীতিমালা শিথিল করেছে ফক্সকন। কোম্পানিটি নতুন ও পুরনো কর্মী উভয় পক্ষের জন্যই আর্থিক সুবিধা বাড়িয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
বড়দিন আর নতুন বছর উপলক্ষ্যে সবচেয়ে বেশি প্রযুক্তি ডিভাইস বিক্রি হয় পশ্চিমা বাজারে। এ সময়টিতে আইফোনের মত ডিভাইসগুলোর বিক্রিও বাড়ে। কিন্তু ফক্সকন কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে অ্যাপল আদৌ বছর শেষের বাজার চাহিদা মেটাতে পারবে কি না– সে বিষয়েও সংশয় তৈরি হয়েছিল বাজার বিশ্লেষকদের মধ্যে।
অ্যাপল ৬০ লাখ আইফোনের চাহিদা মেটাতে পারবে না– এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে লিখেছে ব্লুমবার্গ।