Published : 29 Apr 2025, 04:27 PM
যেখান থেকে, যে অবস্থায় স্থগিত হয়েছিল খেলা, সেখান থেকেই শুরু হলো। ১০ জনের বসুন্ধরা কিংসের বিপক্ষে অবশিষ্ট ১৫ মিনিটের খেলায় ১১ জনের আবাহনী পেল না গোলের দেখা। ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। সেখানে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের বীরত্বে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখল কিংস।
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে মঙ্গলবার টাইব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়েছে কিংস। এক সপ্তাহ আগে দুই দলের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
টাইব্রেকারে কিংসের জোনাথন ফের্নান্দেস, শেখ মোরসালিন, তপু বর্মন, ইনসান আলি, দেসিয়েল এলিস দস সান্তোস-পাঁচ জনই পান জালের দেখা।
আবাহনীর রাফায়েল অগাস্তো, সবুজ হোসেন ও মিরাজুল ইসলাম লক্ষ্যভেদ করেন। এমেকা ওগবাহ’র শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে, লুসাইলের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেসের মতো কাঁধ নাচিয়ে উদযাপন করেন মেহেদী হাসান শ্রাবণ।
টাইব্রেকারে আবাহনীর চতুর্থ শট নিতে আসা মিরাজুলের শট একইভাবে বাম দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন শ্রাবণ, কিন্তু রেফারি সাইমুন ফের মিরাজুলকে পেনাল্টি শট নিতে বলেন শ্রাবণ আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসায়। এই ঘটনায় প্রতিবাদ করে কিংসের গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন দেখেন হলুদ কার্ড। মিরাজুল এ দফায় লক্ষ্যভেদ করেন, তারপরও অবশ্য তাদের শেষ রক্ষা হয়নি।
১১ হলুদ কার্ড ও এক লাল কার্ডের ঘটনাবহুল ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতায় ফাইনাল স্থগিত হয়ে গিয়েছিল গত মঙ্গলবার। মাঠের বাইরের নানা ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা, সমালোচনার ঝড় উঠেছিল। এক সপ্তাহ আগের ফাইনালে টেবিলের উপর ট্রফি রাখা নিয়ে হাসি-ঠাট্টা হয়েছিল ঢের, এদিন পোডিয়ামে রাখা হয় ট্রফি। গ্যালারিতে অবশ্য সেদিনের মতো ছিল না দর্শকের সরব উপস্থিতি।
কিক অফের পরপরই ফাউল করে হলুদ কার্ড দেখেন আবাহনীর সুমন রেজা। ১১৭তম মিনিটে মিরাজুলকে কনুই দিয়ে গুঁতো মেরে হলুদ কার্ড দেখেন কিংসের রাকিব হোসেন। শেষ দিকে টাইব্রেকারের কথা ভেবে সোহেল রানা সিনিয়রকে তুলে শেখ মোরসালিনকে, রিমন হোসেনের জায়গা ইউসুফ আলিকে নামান কিংস কোচ।
যোগ করা সময়ে রাফায়েল অগাস্তোর ফ্রি কিক রক্ষণ দেয়ালে প্রতিহত হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেই শ্রাবণের বীরত্বে আবাহনীর বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা উৎসবে মাতে কিংস। এবারের ফেডারেশন কাপের ফাইনালে ওঠার প্রথম কোয়ালিফায়ারে মারুফুল হকের দলের কাছে টাইব্রেকারে হেরেছিল ভ্যালেরি তিতের দল।
এই হারে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর মুকুট ফিরে পাওয়ার অপেক্ষা বাড়ল আরও। কিংস পেল টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ ফেডারেশন কাপের স্বাদ।