Published : 29 Apr 2025, 04:32 PM
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
এর আগে সোমবার রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।
আহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের এসআই তানভীর মেহেদী, এএসআই রিংকু বড়ুয়া, এএসআই খোকন হোসেন, পুলিশ কনস্টেবল মুজিবুর রহমান এবং জাহাঙ্গীর হোসেন।
গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের শফি উল্যাহর ছেলে জয়নাল আবদীন সিফাত (২০), তার মেয়ে রুজিনা আক্তার (৩২) এবং ওই গ্রামের রহিম উল্যাহর স্ত্রী রূপধন (৪৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মাদক মালার আসামি আলমগীরকে গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশের একটি দল জয়নগর গ্রামে অভিযানে যায়। এ সময় আলমগীরকে আটক করলে তাৎক্ষণিক গ্রামের ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে হামলাকারীরা আলমগীরকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এ সময় গ্রামবাসীর হামলায় ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হন। খবর পেয়ে ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার এবং হামলার ঘটনায় জড়িত দুই নারীসহ তিনজনকে আটক করেন।
আহত পুলিশ সদস্যদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।
ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, এ ঘটনায় রাতেই আহত এসআই তানভীর মেহেদী ছাগলাইয়া থানায় পুলিশের কাজে বাধা, হামলা ও মাদক আইনে আটকদের বিরুদ্ধে মামলা করেছেন।
দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।