নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছতে শুরু করবে গুগলও

পরিবর্তিত এই নতুন নিয়মটি কেবল ব্যাক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে, স্কুল ও ব্যবসার মত প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট এর আওতার বাইরে থাকবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2023, 01:42 PM
Updated : 17 May 2023, 01:42 PM

দুই বছর বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো ডিসেম্বর থেকে মুছে ফেলতে শুরু করবে গুগল।

হ্যাকিংসহ অন্যান্য সাইবার বিপর্যয় রোধ করতেই এমন উদ্যোগ বলে মঙ্গলবার জানিয়েছে অ্যালফাবেট ইনকরপোরেশন মালিকানাধীন এই শীর্ষ কোম্পানিটি।

দুই বছর বা তার বেশি সময় ধরে কোনো অ্যাকাউন্ট  নিষ্ক্রিয় থাকলে বা সাইন-ইন করা না হলে অ্যাকাউন্টটি ও তার সমস্ত কনটেন্ট মুছে দেবে বলছে কোম্পানিটি। জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব এবং গুগল ফটোজসহ গুগল ওয়ার্ক স্পেসের সব সেবাও মুছে যাবে একইসঙ্গে।

পরিবর্তিত এই নতুন নিয়মটি কেবল ব্যাক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে, স্কুল ও ব্যবসার মত প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট এর আওতার বাইরে থাকবে।

মুছে দেওয়ার আগে অ্যাকাউন্টগুলোর সঙ্গে সঙ্গে রিকোভারি ইমেইল অ্যাড্রেসগুলোতেও একাধিকবার সতর্কবার্তা পাঠাবে গুগল, মঙ্গলবারের ঘোষণায় বলেছে কোম্পানিটি।

গত সপ্তাহে ইলন মাস্ক ঘোষণা দেন টুইটার কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো সরিয়ে দিয়ে আর্কাইভ করবেন তিনি। মাস্ক বলেন “পরিত্যাক্ত অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া জরুরী হয়ে পড়েছে।”