“তদন্তে এটি বিশ্বাস করার কারণ সামনে এসেছে যে প্ল্যাটফর্মটি আইন লঙ্ঘন করছে অথবা লঙ্ঘন করতে চলেছে।”
Published : 20 Jun 2024, 04:04 PM
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও এর চীনা মালিক কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে শিশুদের প্রাইভেসির সম্ভাব্য লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে)-এর কাছে একটি অভিযোগ দায়ের করেছে ইউএস ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।
“তদন্তে এটি বিশ্বাস করার কারণ উঠে এসেছে যে, প্ল্যাটফর্মটি আইন লঙ্ঘন করছে অথবা লঙ্ঘন করতে যাচ্ছে।” – এফটিসির অভিযোগে উল্লেখ রয়েছে বলে লিখেছে বিবিসি।
বিবৃতিতে টিকটকের একজন মুখপাত্র বলেছেন, এ সিদ্ধান্ত তাদের হতাশ করেছে।
বাইটড্যান্স অ্যাপটি বিক্রি না করলে, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার জন্য বছরের শুরুতে পাশ হওয়া আইন থেকে এই মামলাটি আলাদা।
তদন্তে ‘এফটিসি’ আইন ও ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ (সিওপিপিএ)- আইনের সম্ভাব্য লঙ্ঘনের ওপর নজর ছিল বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এফটিসি আরও জানিয়েছে, সাধারণত বিচার বিভাগের কাছে দায়ের করা অভিযোগ তারা গোপন রাখলেও জনস্বার্থে এ অভিযোগটি প্রকাশ্য আসার প্রয়োজন ছিল।
অনলাইন প্ল্যাটফর্মগুলোর ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার ও প্রকাশকে নিয়ন্ত্রণ করে সিওপিপিএ আইনটি। আর কোম্পানিগুলোর অন্যায় বা প্রতারণামূলক কাজ বা অনুশীলনের ওপর নজর দেয় এফটিসি আইন।
প্রতিক্রিয়ায় টিকটকের এক মুখপাত্র বলেছেন, কোম্পানিটি অভিযোগের সঙ্গে একমত নয় এবং এটিসহ বিভিন্ন উদ্বেগের সমাধানে এক বছরেরও বেশি সময় ধরে এফটিসির সঙ্গে কাজ করছে তারা।
“যুক্তিসঙ্গত সমাধানের আমাদের সঙ্গে কাজ করার বদলে সংস্থাটি মামলা করায় আমরা হতাশ হয়েছি।”
“টিকটকের বিরুদ্ধে এফটিসির দায়ের করা অভিযোগের বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।” – বিবিসিকে বলেছেন বিচার বিভাগের একজন মুখপাত্র।
এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেন, এর ফলে এক বছরের মধ্যে চীনা কোম্পানি বাইটড্যান্সের টিকটক বিক্রি করতে হবে অথবা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটি।
এর অর্থ, ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী দায়িত্ব নেওয়ার পরপর, ২০২৫ সাল নাগাদ এ আইনটি কার্যকর হতে পারে।
এদিকে, এফটিসির নতুন ঘোষণাটি টিকটকের ওপর ক্রমবর্ধমান চাপ আরও বাড়িয়ে দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।