সিলিকন ভ্যালির অনেক দিনের লক্ষ্য, মানুষের মতো চিন্তা করতে পারে এমন কম্পিউটার বানানো। প্রশ্ন হল, এ লক্ষ্য অর্জনে কতদিন সময় লাগতে পারে?
Published : 02 Mar 2024, 06:17 PM
আসন্ন পাঁচ বছরের মধ্যেই ‘আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)’র আগমন ঘটতে পারে —এমনই দাবি চিপ জায়ান্ট এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের।
শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে এক প্রশ্নের জবাবে হুয়ান এ কথা বলেছেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
সিলিকন ভ্যালির অনেক দিনের লক্ষ্য, মানুষের মতো চিন্তা করতে পারে এমন কম্পিউটার বানানো। প্রশ্ন হল, এ লক্ষ্য অর্জনে কতদিন সময় লাগতে পারে?
হুয়ান বলেছেন, এ প্রশ্নের জবাব নির্ভর করছে লক্ষ্যটিকে কীভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, তার ওপর। আর মানুষের নেওয়া পরীক্ষায় পাশ করাই এর মূল সংজ্ঞা হয়ে থাকে, তবে এমন এজিআই প্রযুক্তি খুব দ্রুতই আসছে বলে জানান তিনি।
“যদি কোনো এআইকে সম্ভাব্য সকল পরীক্ষায় ফেলা হয় আর আপনি যদি এসব পরীক্ষার তালিকা বানিয়ে কম্পিউটার সায়েন্স শিল্পে দেখান, তবে আমার অনুমান পাঁচ বছরের মধ্যেই সকল পরীক্ষায় ভাল ফলাফল আসবে,” বলেছেন হুয়াং।
এদিকে, শুক্রবার দুই লাখ কোটি ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে এনভিডিয়া।
এখন পর্যন্ত আইনের ‘বার’ পরীক্ষার মতো কিছু পরীক্ষায় পাশ করতে পারলেও ‘গ্যাস্ট্রোএন্টেরোলোজি’ বা পাকান্ত্রবিদ্যার মতো বিশেষায়িত চিকিৎসা পরীক্ষায় দুর্বল ফলাফল দেখিয়েছে এআই। তবে, পাঁচ বছরে এসব পরীক্ষাতেও উদীয়মান প্রযুক্তিটি পাশ করতে পারবে বলে ধারণা প্রকাশ করেছেন এনভিডিয়া প্রধান।
হুয়াংয়ের মতে, বিষয়টি অন্যভাবে সংজ্ঞায়িত করা হলে এজিআই আসতে সময় লাগতে পারে কারণ মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে সে বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও মতভেদ রয়েছে।
“তাই একজন প্রকৌশলীর পক্ষে এমন লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন, কারণ তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে কাজ করতে হয়।”
এ ছাড়া, এআই শিল্পের প্রসারে কতগুলো ‘ফ্যাবস’ বা চিপ কারখানা প্রয়োজন সে বিষয়েও হুয়াং একটি প্রশ্নের উত্তর দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানের মতে, এখনও অনেক চিপ কারখানা নির্মাণ করা দরকার, যার সঙ্গে একমত পোষণ করেছেন এনভিডিয়া প্রধান হুয়াংও। তবে, সময়ে সঙ্গে সঙ্গে প্রতিটি চিপ উন্নত হলে প্রয়োজনীয় চিপের সংখ্যাও কমে আসবে বলে জানিয়েছেন তিনি।
“আমাদের আরও কারখানা দরকার পড়বে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা অ্যালগরিদম ও এআই প্রক্রিয়াকরণ ব্যবস্থাও উন্নত করছি,” বলেছেন হুয়াং।
“কম্পিউটিং দক্ষতা সবসময় এমন থাকবে ও চাহিদাও বেশি থাকবে বিষয়টি এমন নয়। ১০ বছরের মধ্যে কম্পিউটিং দক্ষতা কয়েক লাখ গুণ বাড়াতে চাই আমি।”