উইকিমিডিয়ার যুক্তরাজ্য অংশের প্রধান নির্বাহী লুসি ক্রম্পটন রিড সতর্কবার্তা দিয়েছেন, সাইটের কিছু উপাদান বয়স যাচাইয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।
Published : 29 Apr 2023, 06:39 PM
যুক্তরাজ্যের ‘অনলাইন সেইফটি বিল’-এর অধীনে থাকা যে কোনো ধরনের বয়স যাচাইকরণ ব্যবস্থা মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে উইকিপিডিয়া।
ওয়েবসাইটটি সমর্থন করা উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট রেবেকা ম্যাককিনন বলছেন, এটা ‘আমাদের পাঠক ও স্বেচ্ছাসেবীদের সম্পর্কে ন্যূনতম ডেটা সংগ্রহের প্রতিশ্রুতির বিপরীত’।
এদিকে, সাইটটি বন্ধ হয়ে যেতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেন উইকিমিডিয়ার যুক্তরাজ্য অংশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
দেশটির সরকার বলছে, এই বয়স যাচাইকরণ কেবল সেইসব সেবার বেলায় প্রযোজ্য, যেগুলো শিশুদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
উইকিপিডিয়ার শত শত ভাষায় লেখা এমন লাখ লাখ নিবন্ধ রয়েছে, যেগুলো লেখার পাশাপাশি সম্পাদনা করেছেন বিশ্বের হাজার হাজার স্বেচ্ছাসেবক।
বিশ্লেষক কোম্পানি ‘সিমিলারওয়েব’-এর তথ্য অনুসারে, এটি যুক্তরাজ্যের অষ্টম সর্বাধিক পরিদর্শন করা সাইট।
যুক্তরাজ্যের পার্লামেন্টের বিবেচনায় থাকা এই অনলাইন সুরক্ষা বিল বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে ক্ষতিকারক বা অবৈধ কনটেন্ট থেকে ব্যবহারকারীকে সুরক্ষার দায়িত্ব দেয়। আর ২০২৪ সাল নাগাদ এটি পুরোপুরি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
ইন্টারনেট ও টেলিযোগাযোগ আইনের বিশেষজ্ঞ আইনজীবী নিল ব্রাউন বলেন, এই বিলের অধীনে, শিশুর প্রবেশাধিকার থাকতে পারে বিভিন্ন এমন পরিষেবায় অবশ্যই ‘আনুপাতিক ব্যবস্থা ও প্রক্রিয়া’ রাখতে হবে যাতে তারা ক্ষতিকারক কনটেন্টের মুখে না পড়েন। ফলে, এতে বয়স যাচাইকরণ ব্যবস্থা থাকতে পারে।
উইকিমিডিয়ার যুক্তরাজ্য অংশের প্রধান নির্বাহী লুসি ক্রম্পটন রিড সতর্কবার্তা দিয়েছেন, সাইটের কিছু উপাদান বয়স যাচাইয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।
“উদাহরণ হিসেবে, যৌনতা সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষামূলক পাঠ্য ও ছবি ভুলভাবে পর্নোগ্রাফি হিসেবে বিবেচিত হতে পারে।” --বলেন তিনি।
তবে ম্যাককিনন বলছেন, “উইকিমিডিয়া ফাউন্ডেশন যুক্তরাজ্যের পাঠক বা অবদানকারীদের বয়স যাচাই করবে না।”
এর জন্য উইকিপিডিয়াকে ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পাশাপাশি বয়স শনাক্তের উদ্দেশ্যে নিজেদের প্রযুক্তি ব্যবস্থা ‘ব্যাপকভাবে ঢেলে সাজানোর’ প্রয়োজন পড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, কোনো পরিষেবা এই বিল মানতে রাজী না হলে তা সেবাটির জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। এর মধ্যে রয়েছে বড় জরিমানা, কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর ফৌজদারি নিষেধাজ্ঞা এমনকি যুক্তরাজ্যে ওই সেবার প্রবেশাধিকার বন্ধ হয়ে যাওয়ার মতো ঝুঁকিও।
উইকিমিডিয়া ইউকে আশঙ্কা করছে, সাইটটি নিজের অবস্থানের কারণে দেশটিতে ব্লকড হয়ে যেতে পারে।
“বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা ওয়েবসাইটগুলোর একটি ও কোটিরও বেশি ব্যবহারকারী অবাধে প্রবেশযোগ্য জ্ঞান ও তথ্যের একটি প্রয়োজনীয় উৎস হিসেবে বিবেচিত সাইটটিতে যুক্তরাজ্যের পাঠকরা (স্বেচ্ছাসেবীদের কথা বাদ দিলেও) প্রবেশাধিকার পাবেন না, এমনটি ঘটা অসম্ভব কিছু নয়।” --লেখেন ক্রম্পটন রিড।
তিনি আরও বলেন, বিলটি মেনে চলার উদ্দেশ্যে সাইটটি কনটেন্ট শনাক্তের বিষয়টি কীভাবে মোকাবেলা করবে, তা ‘কল্পনা করা অসম্ভব’। উইকিপিডিয়ায় এখন ৬৬ লাখ নিবন্ধ রয়েছে।
“বিশ্বব্যাপী উইকিপিডিয়ার তিনশ’র বেশি ভাষায় গড়ে প্রতি সেকেন্ডে দুটি করে সম্পাদনা হয়ে থাকে।”
এর আগে ফাউন্ডেশন বলেছে, বিলটি মূলত স্বেচ্ছাসেবকদের পরিবর্তে বিভিন্ন নিবন্ধ মডারেশন পদ্ধতিতে যেতে বাধ্য করা হলে তা সাইটটি পরিচালনার পদ্ধতি মৌলিকভাবে বদলে ফেলবে।