অনুবাদের বাইরেও থ্রেডস অ্যাকটিভিটি ফিডে যুক্ত হয়েছে নতুন ‘ফলোয়ার ট্যাব’। তবে কেবল সাম্প্রতিক থ্রেডস ফলোয়ারদেরই সেখানে দেখা যাবে।
Published : 19 Jul 2023, 07:29 PM
থ্রেডস অ্যাপের আইওএস সংস্করণে নতুন আপডেট এনেছে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা।
আত্মপ্রকাশের দুই সপ্তাহের মাথায় এটা দ্বিতীয় আপডেট হলেও একে থ্রেডসের প্রথম ‘উল্লেখযোগ্য আপডেট’ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
থ্রেডসের ডেভেলপার ক্যামেরন রথের মতে, এই আপডেটে খুঁটিনাটি কিছু পরিবর্তনের সঙ্গে যোগ হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ট্রান্সলেটর’ ফিচার।
বিশ্বের বেশিরভাগ দেশে অ্যাপটি চালু হলেও এখনও ইউরোপের বাজারে প্রবেশ করতে পারেনি থ্রেডস। ইইউর সঙ্গে মেটার বিজ্ঞাপন ব্যবসা ও গ্রাহক ডেটা সুরক্ষা নিয়ে চলমান বিবাদকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ।
বিদেশি ভাষায় পোস্ট অনুবাদের সুবিধা যে কোনো আন্তর্জাতিক সামাজিক মাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ। তবে টেকক্রাঞ্চ বলছে, তাদের অভিজ্ঞতায়, কোম্পানির আরেক অ্যাপ ইনস্টাগ্রামের কয়েকটি ভাষা অনুবাদের মান মোটেও ভালো নয়।
অনুবাদের বাইরেও থ্রেডস অ্যাকটিভিটি ফিডে যুক্ত হয়েছে নতুন ‘ফলোয়ার ট্যাব’। এটি শুনতে যতটা ভালো মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। কারণ, এতে কেবল সাম্প্রতিক থ্রেডস ফলোয়ারদের দেখা যাবে।
থ্রেডসের সর্বশেষ আপডেটে অ্যাপের অ্যাকটিভিটি ফিডে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে আনফলো করা অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করতে পারার পাশাপাশি ব্যবহারকারীর ইনস্টাগ্রাম ফলোয়ার তালিকাও দেখা যাবে।
রথ বলছেন, নতুন আপডেট চালু করতে ব্যবহারকারীকে হয়ত অ্যাপটি পুনরায় চালু করতে বা দিনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নতুন সামাজিক মাধ্যম অ্যাপ হিসাবে থ্রেডস ব্যবহারকারীবান্ধব হলেও এখনও এতে এমন বেশ কিছু সুবিধা নেই, যা গ্রাহকদের কাছে অপরিহার্য মনে হতে পারে।
উদাহরণ হিসেবে বলা যায়, বিকল্প টেক্সট ব্যবহারের সুবিধা না থাকার কথা, যা নিয়ে আপত্তি জানিয়েছেন বেশ কয়েকজন থ্রেডস ব্যবহারকারী।
টুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ মাস্টোডন ও ব্লুস্কাইয়ে এরইমধ্যে ছবির বর্ণনার জন্য বিকল্প টেক্সট সুবিধা রয়েছে। এটাকে এখন অ্যাপ নকশার ন্যূনতম মান হিসেবেই ধরা হচ্ছে।
শুরু থেকেই থ্রেডস ব্যবহারকারীরা এমন এক ফিডের দাবি জানিয়ে এসেছেন, যেখানে কেবল ফলো করা ব্যক্তিদের কন্টেন্ট দেখা যাবে। কিন্তু বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের কনটেন্টের আধিক্য ব্যবহারকারীদের আগ্রহ জাগাতে পারছে না।