সনির তৈরি বিশেষ কন্ট্রোলার ‘প্রজেক্ট লিওনার্দো’ এবার নতুন নাম পেল। সেটি হলো ‘অ্যাক্সেস কন্ট্রোলার’। প্রতিবন্ধী গেইমারদের জন্য বিশেষভাবে নকশা করা এই কাস্টমাইজএবল কন্ট্রোলারে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে জাপানি এই ইলেকট্রনিক্স জায়ান্ট।
বিশেষ এই কন্ট্রোলারে আছে বেশ কিছু অদলবদলযোগ্য বাটন ও বিভিন্ন ধরনের কার্যক্রমে খাপ খাইয়ে নেওয়ার উদ্দেশ্যে ‘স্টিক ক্যাপ’।
প্লেস্টেশন ৫ কনসোলের ভেতর ‘অ্যাক্সেস কন্ট্রোলার’ নামের নতুন এক ইউজার ইন্টারফেসও যোগ করেছে সনি। এর মাধ্যমে ‘বাটন ম্যাপিং’ ও প্রোফাইল নিয়ন্ত্রণের পাশাপাশি বিশেষ এক ধরনের ভার্চুয়াল কন্ট্রোলার অপশনের সুবিধাও পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
“এই বিশেষ কন্ট্রোলারের জন্য গেইমাররা পিএস৫ কনসোলে নিজ পছন্দের সুবিধা বাছাই করতে, বিভিন্ন বাটনে ইনপুট দিতে, বাটন চালু বা বন্ধ করার উদ্দেশ্যে টগল করতে বা একই বাটনে দুটো ভিন্ন ইনপুট বসাতে পারেন।” --ব্যাখ্যা করেন সনির ‘প্ল্যাটফর্ম এক্সপেরিয়েন্স’ বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিদেয়াকি নিশিনো।
এই কাস্টমাইজেশন সুবিধায় ভিন্ন ভিন্ন গেইমের প্রোফাইল থাকার পাশাপাশি একইসঙ্গে দুটি পর্যন্ত অ্যাক্সেস কন্ট্রোলার ও একটি ডুয়ালসেন্স কন্ট্রোলারকে ভার্চুয়াল কন্ট্রোলার হিসেবে ব্যবহারের সুযোগ মিলবে। এই ভার্চুয়াল কন্ট্রোলার বিভিন্ন ডিভাইসের সমন্বয় ঘটানোর পাশাপাশি অন্যদের সঙ্গে যৌথভাবে গেইম খেলার সুবিধাও দিয়ে থাকে। এর পাশাপাশি, সনি একটি ‘টগল মোড’ বানিয়েছে, যা বাটন চালু বা বন্ধ করতে ‘গেইমারের সেটি ধরে রাখার প্রয়োজনীয়তা’ ছাড়াই কিবোর্ডের ‘ক্যাপস লক’ কি’র মতো কাজ করে।
‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়্যারনেস ডে’র অংশ হিসেবে বৃহস্পতিবার নতুন এই কন্ট্রোলারের নাম ঘোষণার পাশাপাশি এটি সম্পর্কে বেশ কিছু বাড়তি তথ্যও দিয়েছে সনি। তবে এর দাম ও উন্মোচনের তারিখ এখনও জানা বাকি।
“আসন্ন মাসগুলোয় আমরা পিএস৫-এর অ্যাক্সেস কন্ট্রোলার’সহ বেশ কিছু পণ্য উন্মোচনের তথ্য দিতে পারব।” --বলেন নিশিনো।