ইউক্রেইন সম্পর্কিত অনলাইন কনটেন্ট নিয়ে এর আগে উইকিপিডিয়াকে একাধিকবার জরিমানা করেছে দেশটির আদালত।
Published : 15 Jan 2024, 02:50 PM
এবার বড় পরিসরে আসতে চলেছে জনপ্রিয় উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার রুশ সংস্করণ।
নতুন এ সংস্করণটির নাম দেওয়া হয়েছে ‘রুউইকি’। সোমবার থেকে এটি চালু হবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
এর আগে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হাতে গোনা ব্যবহারকারীদের মাধ্যমে সাইটিটির বেটা সংস্করণ পরীক্ষা শুরু হয়েছিল বলে প্র্রতিবেদনে উল্লেখ করেছে রাশিয়ার জাতীয় দৈনিক সংবাদপত্র কমার্স্যান্ট।
উইকিপিডিয়ার রুশ ভাষা বিভাগের তুলনায় ‘রুউইকি’তে এরইমধ্যে অনেক বেশি নিবন্ধ জমা পড়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
তবে, এখনও উইকিপিডিয়ার মূল সংস্করণ বন্ধ করার পরিকল্পনা করছে না দেশটি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক আগ্রাসন শুরুর পর বিভিন্ন অনলাইন কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে আরও কঠোর ও তীব্র আচরণ করতে দেখা গেছে দেশটিকে। ফলে, দেশটিতে এখনও টিকে থাকা তথ্যের কয়েকটি স্বাধীন উৎসের মধ্যে একটি হচ্ছে উইকিপিডিয়া।
ইউক্রেইন সম্পর্কিত অনলাইন কনটেন্ট নিয়ে এর আগে উইকিপিডিয়াকে একাধিকবার জরিমানা করেছে দেশটির আদালত।
রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ২০২২ সালের মে মাসে উইকিপিডিয়ার নতুন বিকল্প প্ল্যাটফর্ম তৈরির অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে রাশিয়ার দৈনিক সংবাদপত্র ‘ইজভেস্তিয়া’ গত সপ্তাহে ‘রুউইকি’র প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানিয়েছে, এর বেটা সংস্করণ পরীক্ষার সময় পাঠকদের সর্বাধিক পঠিত নিবন্ধগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের মৃত্যু তালিকা, আরব-ইসরায়েল সংঘাতের অগ্রগতি, ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান ও রাশিয়ায় সর্বাধিক আয় করা চলচ্চিত্রের তথ্য।
সাইটটিতে ব্যবহারকারীরা গড়ে ছয় মিনিটেরও বেশি সময় ব্যয় করেছেন। পাশাপাশি পরীক্ষামূলক পর্যায়ে সাইটটি দেখার প্রবণতা ছিল গড়ে পাঁচটি ওয়েবপেইজের বেশি। — প্রতিবেদনে বলেছে ইজভেস্টিয়া।
তবে প্রকল্পের খরচ কত বা সাইটে কারা বিনিয়োগ করছেন তাদের নাম প্রকাশে ‘রুউইকি’র প্রতিষ্ঠাতারা অস্বীকৃতি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দৈনিক সংবাদপত্র কমার্স্যান্ট।