গত বছর ওপেনএআই ও অল্টম্যানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন টেসলার সিইও মাস্ক।
Published : 07 Apr 2025, 03:06 PM
ওপেনএআইয়ের বিরুদ্ধে বিলিয়নেয়ার ইলন মাস্কের আনা মামলাটির বিচার শুরু হবে ২০২৬ সালের বসন্তে।
শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছেন মামলার ফেডারেল বিচারক।
গত মাসে ওপেনএআইয়ের লাভজনক কোম্পানিতে রূপান্তর নিয়ে একটি বিচার দ্রুত শুরু করতে রাজি হন ওপেনএআই ও মাস্ক, যাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান বিরোধের সর্বশেষ পর্ব বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এর আগে, চ্যাটজিপিটি নির্মাতার লাভজনক কোম্পানিতে রূপান্তর স্থগিতের জন্য মাস্কের আবেদন বাতিল করেন ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ইভোন গঞ্জালেজ রজার্স এবং মামলাটির দ্রুত বিচারের প্রস্তাব করেন তিনি।
২০১৫ সালে অল্টম্যানের সঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন মাস্ক। তবে কোম্পানিটি যাত্রা শুরুর আগেই এটি ছেড়ে যান মার্কিন এই ধনকুবের। এরপর ২০২৩ সালে ওপেনএআইয়ের প্রতিযোগী স্টার্টআপ এক্সএআই প্রতিষ্ঠা করেন মাস্ক।
গত মাসের শেষ দিকে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি এক্স’কে তিন হাজার তিনশ কোটি ডলারে অধিগ্রহণ করে তারই এআইনির্ভর স্টার্টআপ এক্সএআই।
গত বছর ওপেনএআই ও অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছিলেন টেসলার সিইও মাস্ক। ওই সময় তিনি বলেছিলেন, ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতারা মূলত মানবতার উপকারের জন্য এআই তৈরির ওপর মনোযোগ দেবে এমন একটি অলাভজনক তহবিল দেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে কোম্পানিটি এখন অর্থ উপার্জনের দিকে নজর ঘুরিয়েছে।
ওপেনএআই ও অল্টম্যান এই অভিযোগ অস্বীকার করে কোম্পানিটির প্রধান বলেছেন, একজন প্রতিদ্বন্দ্বীকে ধীর করার চেষ্টা করছেন মাস্ক।
কোম্পানিটি আরও বলেছে, তাদের মূলধন বাড়াতে ও সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ জোগাতে এমনটি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ।
এর আগে ওপেনএআইকে অধিগ্রহণেরও প্রস্তাব দিয়েছিল মাস্কের নেতৃত্বে বিনিয়োগকারীদের এক কনসোর্টিয়াম।
জবাবে, মাস্কের দেওয়া ৯ হাজার সাতশ ৪০ কোটি ডলারের এর এক দশমাংশ দাম অল্টম্যান প্রস্তাব করেছেন এক্স কেনার জন্য।