কোনো ভিডিও’তে একাধিক অডিও মিক্স করার ক্ষেত্রে নির্মাতাদের অন্য কোনো এডিটর ব্যবহারের প্রয়োজনীয়তা দূর করবে ফিচারটি।
Published : 18 Jul 2024, 05:45 PM
এখন থেকে একাধিক অডিও যোগ করার সুবিধা মিলবে ইনস্টাগ্রাম রিলস-এ।
কোম্পনিটি বলেছে, ব্যবহারকারী এখন থেকে নিজের তৈরি একক রিলে সর্বোচ্চ ২০টি পর্যন্ত অডিও যোগ করার সুযোগ পাবেন। এজন্য ‘রিল এডিটর’ অপশনে গিয়ে ‘অ্যাড টু মিক্স’ নামের অপশনে চাপ দিতে হবে। আর একবার অডিও যোগ করার পর, ব্যবহারকারী অডিও’র যে অংশটি রাখতে চান, তা বাদে বাকিটা ছেঁটে ফেলা যাবে এতে।
“রিলসে একাধিক অডিও যোগ করার এই সুবিধা চালু হওয়ায় কনটেন্ট নির্মাতারা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ বাড়াতে পারবেন। এতে তারা অডিও’র সঙ্গে টেক্সট, স্টিকার ও বিভিন্ন ক্লিপ এমন উপায়ে সাজানোর সুযোগ মিলবে, যা দর্শকদের কাছেও সঠিক মনে হবে,” এক পোস্টে বলেছে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামে অডিও সমন্বয় করে কনটেন্ট নির্মাতারা যে বিশেষ ‘মিক্স’ বানাবেন, তা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
কোনো ভিডিও’তে একাধিক অডিও মিক্স করার ক্ষেত্রে নির্মাতাদের অন্য কোনো এডিটর ব্যবহারের প্রয়োজনীয়তা দূর করবে ফিচারটি।
এ মাসের শুরুতে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, প্ল্যাটফর্মটি আকারে বড় ভিডিওর দিকে মনোযোগ না দিয়ে বরং ব্যবহারকারীরা যেন একে অপরকে আকারে ছোট ভিডিও পাঠাতে পারেন, সেদিকে মনোযোগ দেবে।
“আকারে বড় ভিডিও এ ধরনের কাজের সঙ্গে তেমন সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি যদি ১০ বা ২০ মিনিট দীর্ঘ ভিডিও দেখেন সে সময় বন্ধুদের কাছ থেকে আসা কনটেন্ট দেখার সুযোগ কমে যাবে। আর আপনার বন্ধুদের সঙ্গে যোগাযোগের সুযোগও কমে আসবে এতে। এমনকি ওই কনটেন্ট বা ভিডিও আপনি কোনও বন্ধুর কাছে পাঠাবেন, তেমন সম্ভাবনাও নেই বললেই চলে,” এক ইনস্টাগ্রাম রিলে বলেছেন মোসেরি।