চ্যাটজিপিটিকে দীর্ঘদিন ধরেই অনলাইন থেকে তথ্য সংগ্রহের বিকল্প ব্যবস্থা হিসেবে বিবেচনা করে আসছেন প্রযুক্তি শিল্পের পর্যবেক্ষকরা।
Published : 12 May 2024, 05:43 PM
সার্চ ইঞ্জিন বাজারে গুগলের রাজত্বকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্যে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সার্চ ইঞ্জিন চালু করতে পারে চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআই --এমনই উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
ওপেনএআইয়ের নতুন সার্চ ইঞ্জিন চালু করার ঘোষণা আসতে পারে সোমবার, সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ‘আই/ও’ সম্মেলনের ঠিক একদিন আগে। আর, ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী এতে বিশেষ মনযোগ দেওয়া হয়েছে এআই প্রযুক্তির ওপর।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ ও ইনফর্মেশন প্রতিবেদনে বলেছে, গুগল ও এআই সার্চ স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’র সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যে নিজস্ব সার্চভিত্তিক পণ্য নিয়ে কাজ করছে ওপেনএআই।
এ প্রসঙ্গে ইন্ডিপেন্ডেন্টকে মন্তব্য করতে রাজি হয়নি ওপেনএআই।
ব্লুমবার্গ বলছে, ওপেনএআইয়ের সার্চভিত্তিক পণ্যটি কোম্পানির ফ্ল্যাগশিপ পণ্য চ্যাটজিপিটি’র ‘এক্সটেনশন’ বা বর্ধিতাংশ হিসেবে কাজ করবে, যেখানে ওয়েব থেকে সরাসরি তথ্য ও উদ্ধৃতি সংগ্রহের জন্য জনপ্রিয় এই চ্যাটবটটি ব্যবহারের সুবিধা মিলবে।
চ্যাটজিপিটি এমন যুগান্তকারী চ্যাটবট, যা ওপেনএআইয়ের বিভিন্ন এআই মডেল ব্যবহার করে টেক্সট প্রম্পটের ভিত্তিতে মানুষের মতো জবাব তৈরি করতে করতে সক্ষম।
চ্যাটজিপিটিকে দীর্ঘদিন ধরেই অনলাইন থেকে তথ্য সংগ্রহের বিকল্প ব্যবস্থা হিসেবে বিবেচনা করে আসছেন প্রযুক্তি শিল্পের পর্যবেক্ষকরা। তবে, ওয়েব থেকে নির্ভুল ও ‘রিয়েল-টাইম’ তথ্য প্রকাশের ক্ষেত্রে কিছুটা বেগ পেতে দেখা গেছে চ্যাটবটটিকে।
এর আগে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের আর্থিক ফিভিত্তিক গ্রাহকদের জন্য একই ধরনের সুবিধা দিয়েছিল ওপেনএআই। এদিকে, নিজস্ব সার্চ ইঞ্জিনে জেনারেটিভ এআইভিত্তিক ফিচার চালু করার ঘোষণা দিয়েছে গুগলও।
অন্যদিকে, স্টার্টআপ কোম্পানি পারপ্লেক্সিটির বর্তমান বাজারমূল্য একশ কোটি ডলার, যা প্রতিষ্ঠা করেছেন ওপেনএআইয়ের সাবেক এক গবেষক। কোম্পানিটি এমন একটি এআইচালিত সার্চ ইন্টারফেস চালু করে সবার মনযোগ কেড়েছে, যেটির ফলাফলে বিভিন্ন উদ্ধৃতি ও প্রম্পটের জবাবে টেক্সটের সঙ্গে ছবিও দেখা যায়। জানুয়ারিতে কোম্পানিটির প্রকাশিত ব্লগ পোস্টের তথ্য অনুসারে, বর্তমানে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা এক কোটি।
একসময় বিশ্বের দ্রুততম অ্যাপ হিসেবে ১০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছিল ২০২২ সালের শেষ নাগাদ চালু হওয়া চ্যাটজিপিটি। তবে, পরবর্তীতে সেই রেকর্ড ভেঙে দেয় মেটা’র থ্রেডস।