ইনফিনিক্সের বাজেট ফোন | প্রযুক্তিতে ক্যারিয়ার বিষয়ে ইন্টারএকটিভ সেশন | আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স অলিম্পিয়াডে পার্টনার ইজেনারেশন
Published : 20 May 2024, 07:40 PM
এল ইনফিনিক্সের বাজেট ফোন স্মার্ট ৮ প্রো
বাজারে এসেছে ইনফিনিক্সের নতুন ‘স্মার্ট ৮ প্রো’। ব্র্যান্ডটির স্মার্ট সিরিজে এটি নতুন বাজেট ফোন।
ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনটিতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট, ৪ জিবি র্যাম, ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি এবং টাইপ-সি চার্জিং সাপোর্ট। ১০ ওয়াটের ফাস্ট চার্জারের সাহায্যে ডিভাইসটি দ্রুত চার্জ করা সম্ভব।
এটি পূর্ণ চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও ডিসপ্লে করতে পারে ও পাওয়ার ম্যারাথন ফিচারের সাহায্যে পাঁচ শতাংশ চার্জেও দুই ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি নির্মাতার।
এর ১২৮ জিবি স্টোরেজ মাইক্রোএসডির সাহায্যে ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি এইচডি+পাঞ্চ-হোল ডিসপ্লে। ফোনে মূল ক্যামেরা রেজুলিউশন ৫০ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। আছে ডুয়াল এআই ক্যামেরা।
টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড ও রেইনবো ব্লু এই তিনটি ট্রেন্ডি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। ইনফিনিক্স অফিশিয়াল রিটেইল স্টোরে ফোনটির দাম পড়বে ১১,৪৯৯ টাকা।
প্রযুক্তিতে ক্যারিয়ার বিষয়ে হলো ইন্টারএকটিভ সেশন
আয়োজিত হলো ‘ফিউচার অফ ক্যারিয়ার্স’ শীর্ষক ইন্টারএকটিভ সেশন।
রোববার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ আয়োজনটির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার সম্ভাবনার সঙ্গে পরিচিত করা। অনুষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), রোবটিক্স, মেশিন লার্নিং, এবং অগমেন্টেড রিয়ালিটি ও ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আলোচনা এবং কীভাবে এই ক্ষেত্রগুলোয় ক্যারিয়ার গঠন করা যায় তা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং ইউআইটিএস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এবং ইউআইটিএস কম্পিউটার ক্লাবের সহযোগিতায় আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক আল ইমতিয়াজ, সিগমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু আনাস শুভম, প্রাইডসিস আইটি লিমিটেড এর ফাউন্ডার অ্যান্ড সিইও মনোয়ার ইকবাল, এবং রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর কো-ফাউন্ডার অ্যান্ড সিটিও তানভির আহমেদ খান। আয়োজনটিতে সহযোগিতায় ছিল প্রাইডসিস আইটি লিমিটেড এবং এইচ বি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট।
আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স অলিম্পিয়াডে ‘এআই ইনোভেশন পার্টনার’ ইজেনারেশন
বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) আয়োজনে ‘এআই ইনোভেশন পার্টনার’ হয়েছে ইজেনারেশন। এই আয়োজনের লক্ষ্য হলো, তরুণদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অপার সম্ভাবনা সম্পর্কে আগ্রহী করে তোলা ও চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করা।
চলতি বছরের ৯ থেকে ১৫ আগস্ট বুলগেরিয়াতে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (আইওএআই) অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মাধ্যমিক স্কুলের প্রতিযোগীরা অংশ নেবে। এআই ইনোভেশন পার্টনার হিসেবে ইজেনারেশন এআই, এনএলপি, এমএল, ডেটা সেন্টার, সাইবার সিকিউরিটি, হেলথটেক, ফিনটেক, মর্ডান ওয়ার্কপ্লেস, ক্লাউড বিজনেস অ্যাপ্লিকেশন এবং ইআরপি সল্যুউশনের মতো প্রযুক্তিসেবা দেবে।
ইজেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, ওপেনএআই এর চ্যাটজিপিটি ৪.০ এবং গুগলের জেমিনাই ফ্ল্যাশ ১.৫ এর মতো প্রযুক্তির এই যুগে বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা এর উপর দক্ষতাসম্পন্ন করা জরুরী। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এআই প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইজেনারেশনের।
বাংলাদেশ ওপেন-সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, এই অংশীদারিত্ব তরুণ মেধাবীদের উন্নয়ন এবং দেশে তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের আগ্রহের বহিঃপ্রকাশ। আমরা যৌথভাবে আমাদের পরবর্তী প্রজন্মের এআই নেতৃত্বকারীদের উৎসাহ দিতে এবং তাদের অগ্রযাত্রায় অবদান রাখতে পেরে আনন্দিত।