Published : 25 Apr 2024, 02:57 PM
সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম বড় ও জনপ্রিয় একটি নাম ইনস্টাগ্রাম। নিজের জীবনের যে কোনো মজার, বা গুরুত্বপূর্ণ মুহূর্ত শেয়ার করার ক্ষেত্রে ইনস্টাগ্রাম অনেকেরই প্রথম পছন্দ।
তবে, এমন অনেকেই রয়েছেন যারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে চান না, কিন্তু পরিবারের সদস্য বা বন্ধুরা ইনস্টাগ্রামে কী পোস্ট করছেন সেটি দেখার আগ্রহও আছে। সে ক্ষেত্রে করণীয় কী?
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকলেও ইনস্টাগ্রামে থাকা ব্যবহারকারীদের পোস্ট দেখার একটি উপায় বাতলে দিয়েছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস।
ফোনে ইনস্টাগ্রামের অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তবে, অ্যাকাউন্ট বা লগইন ছাড়াই কয়েকটি সহজ ধাপে ওয়েব ব্রাউজার ব্যবহার করে কীভাবে এ কাজ করা যায়, চলুন দেখে নেওয়া যাক।
১. একটি পিসি বা মোবাইল ডিভাইসের ওয়েব ব্রাউজারে, “https://www.instagram.com/username” এ অ্যাড্রেসটি টাইপ করুন। শুধু, যে ব্যক্তির প্রোফাইল দেখতে চান সেই প্রোফাইলের নাম বা ইউজারনেম, ‘username’ এর জায়গায় লিখুন।
২. প্রোফাইলটি লোড হয়ে গেলে, ভিডিও বা ছবি দেখার জন্য সেটির ওপরে ট্যাপ করুন। অনেক ক্ষেত্রে, ছবির ওপরে রাইট ক্লিক করলে অথবা ট্যাপ করে ধরে রাখলেও হবে।
৩. এবারে পপ-আপ অপশন থেকে ‘ওপেন ইমেইজ ইন নিউ ট্যাব’, অথবা ‘ওপেন লিংক ইন নিউ ট্যাব’ বা শুধু ‘ওপেন’ অপশনে ট্যাপ করলেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন বা সাইনআপ ছাড়াই ছবিটি দেখা যাবে।
৪. পরের পৃষ্ঠা থেকেই, ছবিটি দেখতে পারেন। আর ভিডিওর ক্ষেত্রে, সেটি চালানোর জন্য প্লে অপশনে ক্লিক করতে হবে। এ ছাড়া, নিচের দিকে স্ক্রল করে পোস্টের কমেন্টস ও দেখতে পাবেন ব্যবহারকারী।
কারো যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, তবে কোনও পোস্টে মন্তব্য করতে পারবেন না, নিজের ছবি পোস্ট করতে পারবেন না। অন্য মানুষের প্রোফাইল দেখা ছাড়া কোনো ফিচারই ব্যবহার করা যাবে না। পাশাপাশি, কারও অ্যাকাউন্ট যদি ‘প্রাইভেট’ সিকিউরিটি অপশনে থাকে তখন ওপরের পদ্ধতিও কাজ করবে না। তাই, এ সামাজিক মাধ্যমের সব ফিচার ব্যবহার করতে চাইলে অ্যাকাউন্ট থাকতেই হবে। এর বাইরে কেউ যদি থাকেন যে নিজের অ্যাকাউন্ট চান না ও শুধুই অন্যের প্রোফাইল দেখতে চান, সে ক্ষেত্রে ওপরের প্রক্রিয়াটি অনুসরণ করলেই হবে।