Published : 29 Apr 2025, 02:47 PM
কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি মাছের ঘেরের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করো হয়েছে।
মঙ্গলবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয় বলে লাকসাম থানার এসআই হারুনুর রশিদ জানান।
নিহতরা হল- গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭) এবং মো. মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন (১০)। জিহাদ গুনতি মাদ্রাসায় এবং মহিন গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার দুপুরের পর থেকেই তারা নিখোঁজ হয়। বিকাল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মিলেনি। সকালে মাছের ঘেরের পুকুরে মরদেহ ভাসতে দেখে লোকজন গিয়ে উদ্ধার করে।
এসআই হারুনুর রশিদ বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের জন্য দেওয়া হয়েছে। শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।