Published : 07 Mar 2025, 02:25 PM
তারকাদের ছবি বা ভিডিও দিয়ে জালিয়াতির বিজ্ঞাপন শনাক্ত করতে প্রথমবারের মতো যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’তে ফেইশল রিকগনিশন টুল আনল সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
গত বছরের শেষ দিকে বিশ্বের অন্যান্য অংশজুড়ে প্রথমবারের মতো এ টুলটি নিয়ে পরীক্ষা শুরু করে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানিটি। তবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার পর মেটা নিশ্চিত করেছে, টুলটি ব্যবহারের পরিধি এখন আরও দেশে বাড়াবে তারা।
ভুয়া বা জালিয়াতি হিসেবে ধারণা করা হচ্ছে এমন বিজ্ঞাপন’কে চিহ্নিত করা যাবে ফেইশল রিকগনিশন টুলের মাধ্যমে। এ প্রযুক্তিটি ‘সেলিব্রিটি টোপের ঝুঁকিতে’ থাকা মুখের বৈশিষ্ট্য ম্যাপ করে ও সংরক্ষিত ফেইসপ্রিন্টের ডেটার ওপর ভিত্তি করে প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করে।
এ বায়োমেট্রিক প্রযুক্তিটি লাইভ ইমেজের সঙ্গে সংরক্ষিত ফেইসপ্রিন্টের ডেটার তুলনা করতে ডিপ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মেটা বলেছে, ডেটার তুলনা করার সময় যদি তা মিলে যায় ও বিজ্ঞাপনটি ভুয়া হিসেবে চিহ্নিত হয় তাহলে তা ব্লক করে দেবে তারা। অপরাধের জন্য জনপ্রিয় ব্যক্তিদের ছবির অপব্যবহার শনাক্ত ও বন্ধ করতে সহায়তা করবে এই টুল।
মেটা আরও বলেছে, ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রবেশাধিকার ফিরে পেতে তাদের পরিচয় যাচাই করার নতুন এক উপায় হিসেবেও ফেইশল রিকগনিশন টুলটি ব্যবহার করবে কোম্পানিটি।
এজন্য নিজেদের পরিচয় প্রমাণের নতুন উপায় হিসেবে একটি ভিডিও সেলফি জমা দিতে পারবেন ব্যবহারকারীরা, যা মেটার প্রযুক্তিবিদরা বিশ্লেষণ করবেন বলে জানিয়েছে মার্কিন সামাজিক মাধ্যম জায়ান্টটি।
“অ্যাকাউন্টের নিরাপত্তা মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয়,” বলেছেন মেটার নিরাপত্তা নীতি বিভাগের পরিচালক ডেভিড আগ্রানোভিচ।
“ব্যবহারকারীদের নিরাপদ রাখতে আমরা নিয়মিত নতুন নতুন উপায় নিয়ে কাজ করছি। এ সপ্তাহে আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তার মধ্যে ফেইশল রিকগনিশন টুলটি অন্যতম। এ প্রযুক্তি ব্যবহার করে তারকাদের নিয়ে জালিয়াতি বা প্রতারণা বন্ধ করা যাবে। পাশাপাশি যাদের অ্যাকাউন্ট লক করা হয়েছে বা হ্যাক হয়েছে তাদের অ্যাকাউন্ট দ্রুত ফিরিয়ে আনতেও সাহায্য করবে এই টুল।”
যুক্তরাজ্যে তারকাদের বিজ্ঞাপন সম্পর্কে প্রথমবারের মতো উদ্বেগের বিষয়টি তুলে ধরেন বিবিসির উপস্থাপিকা নাগা মুনচেট্টি।