ইউক্রেইনে সেবার পরিধি বাড়াল পেপাল

ইউক্রেইনে সেবার পরিধি বাড়িয়েছে অনলাইন লেনদেন সেবাদাতা পেপাল। এখন দেশের বাইরে থেকে আসা অর্থ সাহায্য কোনো ফি ছাড়াই পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে হাতে পাবেন ইউক্রেইনীয়রা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2022, 11:45 AM
Updated : 18 March 2022, 11:45 AM

রয়টার্স জানিয়েছে, এতদিন পেপালের মাধ্যমে কেবল দেশের বাইরে অর্থ পাঠানোর সেবা পেতেন ইউক্রেইনের নাগরিকরা।

পেপালের এই পদক্ষেপ রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে দেশের নাগরিকদের জন্য বড় সহযোগিতা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেইন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইউক্রেইনীয়রা পেপাল অ্যাকাউন্টে আসা অর্থ নিজের ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাকাউন্টেও নিতে পারবেন বলে দেশটির উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভকে লেখা এক চিঠিতে জানিয়েছেন পেপালের প্রধান নির্বাহী ড্যান শুলম্যান। ৩০ জুন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কোনো ফি কাটবে না তার কোম্পানি।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেইন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এ আগ্রাসনকে শুরু থেকেই ‘বিশেষ অভিযান’ বলে আসছে রাশিয়া।

এ পরিস্থিতিতে পেপালের পদক্ষেপটি ইউক্রেইনের নাগরিক ও দেশ ছেড়ে পালানো শরণার্থীদের বিদেশে থাকা বন্ধু ও পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ সাহায্য পাওয়ার পথ করে দেবে বলে মন্তব্য করেছেন আইএমএফ এ ইউক্রেইনের নির্বাহী পরিচালক ভ্লাদিস্লাভ রাশকোভান।

ভবিষ্যতে ইউক্রেইন সরকারও একই সেবা ব্যবহার করে নাগরিকদের আর্থিক সাহায্য দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।

পেপাল জানিয়েছে, ইউক্রেইনীয়রা তাদের পেপাল অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের ডলার, কানাডীয় ডলার, ব্রিটিশ পাউন্ড এবং ইউরোর মাধ্যমে আার্থিক লেনদেন করতে পারবেন। ব্যবহারকারী পেপাল ওয়ালেট থেকে অর্থ বৈধ কোনো ভিসা বা মাস্টারকার্ডে স্থানান্তরিত করলে ওই কার্ডের সঙ্গে সংশ্লিষ্ট মুদ্রাতেই তা লেনদেন করা যাবে।

৩০ জুন পর্যন্ত পেপাল নিজে কোনো ফি না রাখলেও, প্রচলিত মুদ্রা বিনিময় হার এবং সেবাগ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের পূর্বনির্ধারিত ফির কারণে প্রতিষ্ঠানগুলো লেনদেনের একটা অংশ ফি হিসেবে কেটে রাখতে পারে সতর্ক করে দিয়েছে কোম্পানিটি।

মার্চ মাসের শুরুতেই রাশিয়ায় নিজস্ব সেবা বন্ধ করে দিয়েছে পেপাল। ইউক্রেইনে সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ায় নিজস্ব সেবা বন্ধ করে দিয়েছে বিভিন্ন আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠান।