ভবিষ্যতের নভোচারীদের জন্য বিশেষ বিলাসবহুল গাড়ি বানাতে ল্যান্ড রোভারের সঙ্গে যোগ দিয়েছে ভার্জিন গ্যালাকটিক।
Published : 11 May 2019, 03:07 PM
নতুন এই গাড়ির নাম দেওয়া হয়েছে ‘অ্যাস্ট্রোনট এডিশন রেঞ্জ রোভার’। রাতের আকাশের মতো ‘জিরো গ্র্যাভিটি ব্লু’ রঙ দেওয়া হয়েছে এতে। গাড়ির ভেতরে আসনে দেওয়া হয়েছে ভার্জিন গ্যালাকটিক স্পেসশিপ টু-এর জলছাপ-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।
গাড়ির একটি কাপ হোল্ডারে উদ্ধৃতি লিখেছেন ভার্জিন গ্যালাকটিক প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। এতে বলা হয়েছে, “ওপরে দেখা হবে।”
ল্যান্ড রোভার-এর প্রধান নকশাবিদ গ্যারি ম্যাকগোভার্ন বলেন, “২০১৪ সালে অংশদারিত্বের পর থেকে ভার্জিন গ্যালাকটিক দলের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে ল্যান্ড রোভার।”
“অ্যাস্ট্রোনট এডিশন রেঞ্জ রোভার এই যাত্রার পরবর্তী পদক্ষেপ এবং এর মাধ্যমে ভবিষ্যতের নভোচারী দল দুইটি ব্র্যান্ড যারা সত্যিকার রোমাঞ্চ উতসাহিত করে তাদের উদযাপনে অংশ নিতে পারবেন।”
নতুন এই অ্যাস্ট্রোনট এডিশন রেঞ্জ রোভারের বাজার মূল্য কতো হবে তা স্পষ্ট করে বলা হয়নি।