অ্যাপলকে টপকে দ্বিতীয় হুয়াওয়ে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2018 12:34 AM BdST Updated: 02 Aug 2018 12:34 AM BdST
-
ছবি- রয়টার্স
২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছে হুয়াওয়ে।
বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইডিসি, ক্যানালিস এবং স্ট্রাটেজি অ্যানালিটিকস-এর তথ্যানুসারে এই প্রান্তিকে হুয়াওয়ে স্মার্টফোন সরবরাহ করেছে মোট ৫.৪ কোটি।
অ্যাপলের আইফোন সরবরাহ হয়েছে মোট ৪.১৩ কোটি। আর শীর্ষে থাকা স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ সংখ্যা ৭.৩ কোটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।
আইডিসির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “হুয়াওয়ে দ্বিতীয় স্থানে আসায় ২০১০ সালের দ্বিতীয় প্রান্তিকের পর এবারই প্রথম স্মার্টফোন বাজারের শীর্ষ দুই স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে নেই অ্যাপল।”
বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের ২০.৯ শতাংশ ছিল স্যামসাংয়ের দখলে। হুয়াওয়ে এবং অ্যাপলের দখলে যথাক্রমে ১৫.৮ শতাংশ এবং ১২.১ শতাংশ।
সেপ্টেম্বরে নতুন তিনটি আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। তাই হুয়াওয়ে’র দ্বিতীয় অবস্থান বেশি দিন স্থায়ী নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক বছরে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে মোট ৪১ শতাংশ। প্রতিষ্ঠানের সহযোগী ব্র্যান্ড ‘অনার’ এতে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে আইডিসি। চীনের বাইরে অনার ব্র্যান্ডের প্রায় ৪০ লাখ ডিভাইস বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন