ট্রাম্প-এর মুসলিম নিবন্ধন, প্রযুক্তি খাতের মনোভাব
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2016 06:09 PM BdST Updated: 04 Dec 2016 06:09 PM BdST
-
ছবি- রয়টার্স
জাতীয়ভাবে মুসলিমদের নিবন্ধন তালিকা তৈরিতে ট্রাম্প প্রশাসন-এর সঙ্গে সহযোগিতা করবে কিনা, এমন প্রশ্নে নয়টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আটটিই কোনো জবাব দেয়নি বা কোনো অবস্থান নেয়নি। মাইক্রোব্লগিং সাইট টুইটার কোনো সহযোগিতা করবে না বলে স্পষ্ট করেছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।
সংবাদ সাইট ইন্টারসেপ্ট-এর বরাতে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফরচুন।
মাইক্রোসফট জানিয়েছে, তারা এই ক্ষেত্রে “সম্ভাব্য কোনো কিছু নিয়ে” কথা বলবে না। সংবাদ সাইটটির অনুসন্ধানে আইবিএম, অ্যাপল, গুগল, ফেইসবুক, এসআরএ ইন্টারন্যাশনাল আর কানাডার সিজিআই কোনো জবাব দেয়নি।
ইন্টারসেপ্ট জানিয়েছে তারা দুই সপ্তাহ ধরে এই অনুসন্ধানের জবাব খুঁজেছে। এ জন্য তারা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফোন ও ইমেইলে যোগাযোগ করে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী ডোনাল্ড ট্রাম্প আর তার দল মুসলিম দেশগুলো থেকে আসা অভিবাসী আর মুসলিম আমেরিকানদের নিবন্ধনের আওতায় আনার কথা বলে আসছে। এই ব্যবস্থার অধীনে অভিবাসী আর নাগরিকরা প্রশ্নোত্তর আর পর্যবেক্ষণের বিষয়ে পরিণত হতে পারে, ভাষ্য মার্কিন সাময়িকীর। কিন্তু এমন ব্যবস্থা কাজ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
এর আগে স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ড আসামীর আইফোন আনলক এফবিআইয়ের সঙ্গে কয়েক মাস ধরে আইনি লড়াই চালায় অ্যাপল। গ্রাহক প্রাইভেসি রক্ষায় বরাবর শক্ত অবস্থান নেওয়া এই প্রতিষ্ঠানও এই অনুসন্ধানের কোনো জবাব দেয়নি, বিষয়টি ‘অবাক করা’ বলেই মন্তব্য ফরচুন-এর। একই কথা বল চলে গুগল নিয়েও। তাদের দীর্ঘদিনের স্লোগান “ডোন্ট বি ইভিল” বা শয়তান হয়ো না-এর মানে ধীর্ঘ দিন ধরেই বিবেচনা করা হচ্ছে গ্রাহকের বিশাল ডেটার কারণে প্রতিষ্ঠানটির হাতে যে বিশাল ক্ষমতা আছে সেটিকে বিবেচনার সঙ্গে ব্যবহার করার প্রতিশ্রুতি হিসেবে। তারাও চলতি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
-
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন জাকারবার্গ
-
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ‘নিখোঁজ ক্রিপ্টোরানী’
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল