সন্তান নিতে চাচ্ছেন এমন দম্পতিরা এখন তাদের স্মার্টফোনেই নিতে পারবেন প্রয়োজনীয় দিকনির্দেশনা।
Published : 09 Oct 2016, 06:14 PM
সুইডেনের এক দম্পতি 'ন্যাচারাল সাইকলস' নামের একটি সন্তান জন্মদানবিষয়ক অ্যাপ তৈরি করেছেন। এই অ্যাপ আইওএস আর অ্যান্ড্রয়েডে বিনামূল্যে ব্যবহার করা যাবে। এখন পর্যন্ত উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অন্তর্ভূক্ত দেশুগুলোর প্রায় পাঁচ হাজারেরও বেশি নারীকে এই অ্যাপের মাধ্যমে সহায়তা করা হয়েছে। আর অ্যাপটি ব্যবহারের মাত্র তিন মাসের মধ্যেই তারা সন্তানসম্ভবা হতে সক্ষম হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এই অ্যাপ এখন যুক্তরাজ্যেও ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে ওভলেশনের সময় সঠিকভাবে গণনা করে বাচ্চা প্রসবের সম্ভাব্য দিনে দেশটির হাসপাতাল আর ক্লিনিকগুলোতে বরাদ্দ দিয়ে রাখা যাবে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
অ্যাপটি কোনো নারীর ঋতুচক্র আর শরীরের তাপমাত্রা শনাক্ত করার মাধ্যমে তার গর্ভধারণের সময় নির্ধারণ করতে পারে বলে জানিয়েছেন নির্মাতারা।
অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা ও চিকিৎসাবিদ ড. এলিনা বার্গলান্ড হিগস বোসন আবিষ্কারের কারণে নোবেল জয়ী দলের একজন। তিনি বলেন, "ন্যাচরাল সাইকলস-এর সফলতা এর অ্যালগরিদমের উপর নির্ভর করে। এটি অনন্য কারণ এটি লাখ লাখ চক্র থেকে ডেটা সংগ্রহ করে। এর মানে হচ্ছে ন্যাচরাল সাইকেলস স্পষ্ট ও সঠিকভাবে প্রতিটি নারীর শরীরের তথ্য রাখতে সম্ভব, যা দিয়ে কখন কোনো নারী অভিউলেইট করবেন তা শনাক্ত করা যাবে।"
এই অ্যাপ ব্যবহারে নারীদের সকালে জিহ্বার নিচে একটি থার্মোমিটার রাখতে হবে, যা দিতে তাদের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হবে। এই তাপমাত্রা অ্যাপটিতে যোগ করা হলে, অ্যাপটি ওইদিন অভিউলেইট হবে কিনা তার পূর্বাভাস দেবে।
অ্যাপটি বিনামূল্যের হলেও, এর সম্পূর্ণ সেবা পেতে গ্রাহক নিবন্ধন করতে কিছু ইন-অ্যাপ চার্জ পরিশোধ করতে হবে। এই চার্জের পরিমাণ সর্বোচ্চ ৪৯.৯৯ পাউন্ডের মতো হতে পারে।
২০১৪ সালে অ্যাপটি বাজারে ছাড়া হয়, ২০১৬ সালের মধ্যে এটি ৬০ লাখ ডলার তহবিল সংগ্রহ করে। ব্রাজিলে জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে এটি নারীদের জন্য আড়াই কোটি ডলার মূল্যের নিবন্ধন বিনামূল্যে করে দেয়।