কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে মে মাসে।
Published : 01 May 2024, 12:02 PM
থ্রিলার বা রহস্যে ভরপুর নয়, বাঙালির অতীত সংস্কৃতি মেশানো চারশ বছর আগের প্রেক্ষাপটের সিনেমা 'কাজলরেখা' এবার দেখানো হবে বিদেশের প্রেক্ষাগৃহে।
মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’র বিদেশ যাত্রার এই খবর জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
ফেইসবুকে তিনি লিখেছেন, মে মাসে কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে। টাইম স্কয়ারে 'কাজলরেখা'র ট্রেইলার দেখানো হচ্ছে।
'কাজলরেখা' মুক্তি পেয়েছে এবারের রোজার ঈদে। শুটিং হয়েছে নেত্রকোণার সুসং দুর্গাপুরে। সেখানে তিন মাস ধরে সেট নির্মাণ করা হয়।
'কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এ সিনেমা দিয়ে। এছাড়া ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে দেখা গেছে রাফিয়াত রশিদ মিথিলাকে।
সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার।
আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে।
সংগীত নির্ভর এই সিনেমা শুরু হয়েছে বন্দনাসংগীত দিয়ে। গানটিতে ঠোঁট মিলিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি এই সিনেমার ভিন্ন পাঁচটি চরিত্রে বারবার পর্দায় এসেছেন।