পোকিমন গো, অ্যাপলের 'সোনার হরিণ'
আহমেদ ইফতি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2016 09:14 PM BdST Updated: 21 Jul 2016 09:14 PM BdST
টেক জায়ান্ট অ্যাপলের জন্য 'সোনার হরিণ' হয়ে এসেছে হাল আমলের জনপ্রিয় অগমেন্টেড রিয়ালিটি গেইম পোকিমন গো।
জাপানি প্রতিষ্ঠান নিনটেনডো-এর প্রকাশিত এ গেইমটির অ্যাপল স্টোর বিকিকিনি থেকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি সামনের এক থেকে দুই বছরে তিনশ' কোটি ডলার পর্যন্ত আয় করতে পারে, ব্রোকারেজ প্রতিষ্ঠান নিডহ্যাম অ্যান্ড কো. এর বরাতে জানিয়েছে রয়টার্স।
পোকিমন গো গেইমটি বিনামূল্যে ডাউনলোড করা ও খেলা সম্ভব হলেও আইফোন ব্যবহারকারীরা পোকিকয়েন-এর বিনিময়ে বাড়তি কিছু ফিচার কিনতে পারছেন। এতে অ্যাপল স্টোরে প্রতি একশ' কয়েনের প্যাকের দাম রাখা হয় ৯৯ সেন্ট, আর সর্বোচ্চ ১৪,৫০০ পোকিকয়েন প্যাকের জন্য গুণতে হয় ৯৯.৯৯ ডলার।
নিডহ্যাম-এর বিশ্লেষক লরা মার্টিন বুধবার জানান, "আমাদের ধারণা অ্যাপল আইওএস ডিভাইসের মাধ্যমে পোকিমন গো-এর আয়ের ৩০ শতাংশ অর্জন করে, যা প্রতিষ্ঠানটির আয়ে উন্নতির ইঙ্গিত দেয়।"
অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য মোট ৩৫ দেশে মুক্তি পাওয়া এ গেইমটির মুক্তির পর থেকে ১৮ জুলাই পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেই গেইমটির দুই কোটির বেশি ব্যবহারকারী হয়েছে। অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান সেনসর টাওয়ার জানায়, দেশটির ব্যবহারকারীরা ফেইসবুক বা হোয়াটস্যাপ ব্যবহারের তুলনায় এ গেইমটি খেলেই অনেক বেশি সময় কাটাচ্ছেন। মার্টিন জানান, পেইড ও মোট ব্যবহারকারীর অনুপাতে ২০১৩ ও ২০১৪ সালে একশ' কোটি ডলারেরও বেশি আয় করা কিং ডিজিটাল-এর ক্যান্ডি ক্রাশ গেইমটির তুলনায় ১০ গুণ ব্যবসাসফল হয়েছে পোকিমন গো।
৬ জুন গেইমটি যুক্তরাষ্ট্রের বাজারে আসার পর থেকে এ পর্যন্ত পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারমূল্য পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট আড়াই হাজার কোটিতে দাঁড়িয়েছে। আর নিনটেনডো-এর ক্ষেত্রে তা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এ ছাড়াও গেইমটি বাজারে আসার পর থেকে মোবাইল চার্জার এবং চার্জিং কেইস ব্যবসায় ব্যাপক জোয়ার এসেছে বলে খুচরা ইলেক্ট্রনিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা যায়।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার