নয়াদিল্লির সঙ্গে এক্সের যে আইনি বিরোধ চলছে, নতুন মামলাকে সেই বিরোধের তীব্রতা বেড়ে যাওয়ার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
Published : 21 Mar 2025, 08:32 PM
‘লাগামহীন সেন্সরশিপ’ আরোপের অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
মামলায় এক্স অভিযোগ তুলেছে, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অবৈধভাবে সেন্সরশিপের পরিধি বাড়িয়েছে, যেন অনলাইন কনটেন্ট সহজে সরিয়ে ফেলা যায়।
কনটেন্ট সরিয়ে ফেলার এ ক্ষমতা ‘অসংখ্য’ সরকারি কর্মকর্তাকেও দেওয়া হয়েছে বলে অভিযোগ এক্সের।
নয়াদিল্লির সঙ্গে এক্সের যে আইনি বিরোধ চলছে, নতুন মামলাকে সেই বিরোধের তীব্রতা বেড়ে যাওয়ার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া মামলাটি এমন সময় হল, যখন মাস্ক ভারতে নিজের বহুল আলোচিত স্টারলিংক ও টেসলা চালুর কাছাকাছি পৌঁছে গেছেন।
মামলায় এক্স বলেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর একটি সরকারি ওয়েবসাইট চালু করেছে। আর এ ওয়েবসাইটি ব্যবহার করে কনটেন্ট ব্লক করতে বলেছে দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে যোগ দিতেও বলেছে তারা।
এ বিষয়ে মন্তব্যের জন্য ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে যোগাযোগ করে করে রয়টার্স। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়। তাতে কোনো সাড়া দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক্স বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি এমন এক প্রক্রিয়া তৈরি করেছে, যা দেশটিতে তথ্যের ওপর ‘লাগামহীন সেন্সরশিপ’ আরোপ করেছে।
গত ৫ মার্চ আদালতে এ মামলা করে এক্স। কিন্তু মামলার নথি বা আদালতের কাগজপত্র তারা জনসমক্ষে আনেনি। বিষয়টি সংবাদমাধ্যমে আসে গত বৃহস্পতিবার।
এ সপ্তাহের শুরুতে এই মামলার সংক্ষিপ্ত শুনানি করেছেন ভারতের দক্ষিণ কর্ণাটক রাজ্যের হাইকোর্টের একজন বিচারক। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
মামলার পরের শুনানি ২৭ মার্চ।