“আমরা মনে করি, এক্স-এ থাকলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। আর আমাদের সাংবাদিকতা তুলে ধরার জন্য এর চেয়েও ভালো জায়গা রয়েছে।”
Published : 14 Nov 2024, 02:53 PM
ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগ এক্স থেকে বিদায় নিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
বুধবার প্রভাবশালী এই দৈনিক পত্রিকাটি ঘোষণা দেয়, এর আগে ‘টুইটার’ নামে পরিচিত এ প্ল্যাটফর্মে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে তারা এখন থেকে কোনো পোস্ট দেবে না।
“আমরা মনে করি, এক্স-এ থাকলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। আর আমাদের সাংবাদিকতা তুলে ধরারর জন্য এর চেয়েও ভালো জায়গা রয়েছে,” এক বিবৃতিতে বলেছে সংবাদ পত্রিকাটি।
এ খবর এমন এক সময় এল, যখন কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে ডনাল্ড ট্রাম্পের তৈরি করা নতুন বিভাগে সহ-প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এক্স’র মালিক ইলন মাস্ক।
গার্ডিয়ান বলেছে, তারা এ সিদ্ধান্ত বেশ কিছু সময় ধরেই বিবেচনায় রেখেছিল, যেখানে ‘প্রায়ই প্ল্যাটফর্মটিতে নেতিবাচক কনটেন্ট প্রচার করতে দেখা যায়। এর মধ্যে রয়েছে অতি ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব ও বর্ণবাদের মতো বিষয়ও।”
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সংবাদ সংস্থাটির ৮০টির বেশি অ্যাকাউন্ট আছে, যেখানে মোট ফলোয়ার সংখ্যা আনুমানিক দুই কোটি ৭০ লাখ। কিন্তু নিজেদের প্রধান বিভিন্ন অ্যাকাউন্ট আপডেট করায় সেগুলোতে এখন ‘আর্কাইভড’ লেখা দেখা যাচ্ছে।
৬ অগাস্ট ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, এ বছরের ২৯ জুলাই যুক্তরাজ্যের সাউথপোর্টে শিশু ছুরিকাঘাতের ঘটনার পর এক্স-এ অতি ডানপন্থীদের ভুয়া তথ্য ছড়াতে দেখা গেছে।
গার্ডিয়ান বলেছে, সম্প্রতি মার্কিন নির্বাচনেও এমন ঘটনা দেখা গেছে। গণমাধ্যমটির দাবি, মাস্ক নতুন রাজনৈতিক মত গঠনের উদ্দেশ্যে নিজ সামাজিক মাধ্যম ব্যবহার করেছেন, এইসব ঘটনা তারই প্রমাণ তুলে ধরে।
তবে গার্ডিয়ানের সাংবাদিকরা ব্যক্তিগতভাবে এক্স ব্যবহার চালিয়ে যেতে পারবেন। পত্রিকাটির সুপরিচিত সাংবাদিক ও রাজনৈতিক সম্পাদক পিপা ক্রিরার বলছেন, তিনি ‘আপাতত’ এখানেই থাকছেন।
এর জবাবে মাস্ক বলেন, “এরা একটি জঘন্য প্রোপাগান্ডা মেশিন।”
Why the Guardian is no longer posting on X https://t.co/j4fRgzSYde
— The Guardian (@guardian) November 13, 2024
ইলন মাস্ক, এক্স ও ডনাল্ড ট্রাম্প
২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার (বর্তমানে এক্স) অধিগ্রহণ করেছিলেন টেসলা ও স্পেসএক্স’র মালিক ইলন মাস্ক, যা নির্বাচনের সময় ট্রাম্পের অবস্থান শক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ট্রাম্পের বিভিন্ন নির্বাচনী র্যালিতে যোগ দেওয়ার পাশাপাশি তাকে সমর্থন দিতে কোটি কোটি বেশি ডলার অনুদান দিয়েছেন মাস্ক। এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ মার্কিন অঙ্গরাজ্যগুলোর ভোটারদের ১০ লাখ ডলার দেওয়ার ঘটনাও।
নির্বাচনের সময় স্কাই নিউজের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক টম ক্লার্ক বলেছেন, নিজের কোটি কোটি ফলোয়ারের কাছে ট্রাম্পপন্থী কনটেন্টের বন্য বইয়ে দিয়েছেন মাস্ক।