Published : 24 May 2024, 01:26 PM
কখনও নিজের ফেইসবুকের ফিড চেক করার জন্য বন্ধুর ফোন ধার করেছেন, কিন্তু লগআউট করতে ভুলে গেছেন? চিন্তার কিছু নেই, ফেইসবুক অ্যাকাউন্টে কোন কোন ডিভাইস থেকে লগইন করেছেন সেটি সহজেই দেখা যায়।
পাশাপাশি, অন্য সব ডিভাইস নিজের নিজের ফোন থেকেই লগআউট করতে পারবেন।
যে কোনো মোবাইল ডিভাইস বা ডেস্কটপ থেকে এটি করা যাবে। চলুন দেখে নেই ফেইসবুকের সহজ ও কাজের একটি নিরাপত্তা ফিচার।
মোবাইল অ্যাপ থেকে
ফেইসবুক অ্যাপটি ইনস্টল করা থাকলে, সব ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা অন্য ডিভাইস শনাক্ত করা যাবে বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
১. প্রথমে নিজের ডিভাইসে মোবাইল অ্যাপটি চালু করুন।
২. এবারে অ্যন্ড্রয়েডে স্ক্রিনের ওপরের ডান কোণায় মেনুতে চাপ দিন। আইফোনে এই মেনুটিই পাওয়া যাবে স্ক্রিনের নিচের ডান কোণায়।
৩. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি বেছে নিন।
৪. পরের পেইজ থেকে ‘সেটিংস’ অপশনে চাপ দিন।
৫. এবার ‘সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার’ অপশনে চাপ দিন।
৬. অ্যাকাউন্ট সেটিংস বক্সে প্রবেশ করার পরে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ক্লিক করুন।
৭. এবার আরেকটি পেইজ চালু হবে সেখানে ‘হয়্যার ইউ আর লগড ইন’ অপশনে চাপ দিন।
এরপর ব্যবহারকারী নিজের অ্যাকাউন্ট লগইন অ্যাক্টিভিটি পেইজ দেখতে পাবেন, যেখানে তার ফেইসবুক আইডি লগইন থেকে সব ডিভাইসের তালিকা দেখা যাবে। তালিকায় থেকে ডিভাইসের ওপরে চাপ দিলে, কোন অবস্থান বা সময়ে লগইন করা হয়েছে এমন আরও তথ্য দেখতে পাওয়া যাবে।
ব্রাউজার থেকে
ক্রোমবুক, ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও ফেইসবুক অ্যকাউন্টে লগইন করা ডিভাইসের তালিকা দেখতে পাওয়া যাবে।
১. প্রথমের ডিভাইসের ব্রাউজার থেকে নিজের ফেইসবুক অ্যাককাউন্টে প্রবেশ করুন।
২. পিসির স্ক্রিনের ওপরে ডান কোণায় নিজের প্রোফাইল আইকনে ক্লিক করুন।
৩. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি বেছে নিন।
৪. এবারে ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে ক্লিক করুন।
৫. নিচের দিকে স্ক্রল করে ‘হয়্যার ইউ আর লগড ইন’ অপশনটি সিলেক্ট করুন।
এবার মোবাইল অ্যাপের মতো, লগইন করা ডিভাইসের তালিকা দেখতে পাওয়া যাবে। কী ধরনের ডিভাইসের মাধ্যমে ফেইসবুক অ্যাকাউন্টে লগইন করা হয়েছে সেটি, ডিভাইসের মডেল, ব্যবহৃত ব্রাউজারসহ অন্যান্য তথ্য দেখা যাবে এ তালিকা থেকে।
অবিশ্বাসযোগ্য অ্যাকাউন্ট থেকে লগআউট করবেন যেভাবে
অপরিচিত কোনো ডিভাইস দেখা গেলে, বিষয়টি এমনও হতে পারে যে কোনো হ্যাকার অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে। এ ক্ষেত্রে, দূর থেকেই ওই ডিভাইস থেকে লগআউট করতে পারবেন।
এটি করতে প্রথমে ‘অ্যাকাউন্ট লগইন অ্যাক্টিভিটি উইন্ডো’ অপশনে যান। এবার ‘সিলেক্ট ডিভাইসেস টু লগআউট’ অপশনটি বেছে নিন।
এ ছাড়া, ‘সিলেক্ট অল’ অপশনটি নির্বাচন করে একসঙ্গে সবগুলো ডিভাইস থেকে লগআউট করা যাবে। পাশাপাশি, ডিভাইস তালিকার পাশের চেক বক্সে টিক দিয়ে নির্দিষ্ট কয়েকটি ডিভাইস থেকে লগআউট করা যাবে। ডিভাইস বাছাই করা হয়ে গেলে ‘লগআউট’ অপশন বেছে নিলেই এটি হয়ে যাবে। এ পদ্ধতিটি বেশ সহজ, তবে কোনো সমস্যা হলে ফেইসবুকের গ্রাহক পরিষেবায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে অ্যান্ড্রয়েড পুলিস।
অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক কার্যক্রম বা লগইন খুঁজে পেলে, সক্রিয় সেশন থেকে যত দ্রুত সম্ভব লগআউট করুন। কেউ ফেইসবুক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করলে সেটি আর নিরাপদ থাকে না। পাশপাশি খোয়া যেতে পারে অনেক ব্যক্তিগত তথ্য। কোনো অস্বাভাবিকতা শনাক্ত করার জন্য নিজের ফেইসবুক প্রোফাইল ও মেসেঞ্জার চ্যাট দেখুন ও বিষয়টি মেটা বা ফেইসবুক কতৃপক্ষের গ্রাহক সেবায় জানান।
অপরিচিত লগইন শনাক্তের পর হ্যাকিংয়ের কোনো চিহ্ন না দেখা গেলেও, নিরাপত্তার স্বার্থে ফেইসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন, যা সহজে কেউ অনুমান করতে পারবে না। পাশাপাশি, অরিতিক্ত নিরাপত্তার জন্য ‘টু স্টেপ ভেরিফিকেশন’ চালু করে নিতে পারেন।