ফিচারটি ব্যবহারের আগে নিশ্চিত করুন হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল রয়েছে। আগের সংস্করণে মেনশন ফিচারটি নাও থাকতে পারে।
Published : 02 Dec 2024, 05:22 PM
হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফিচার অনেকটা ফেইসবুক মেসেঞ্জারের স্টোরি ফিচারের মতো। সাধারণত দিনের উল্লেখযোগ্য মুহূর্ত বা পুরনো কোনো স্মৃতি শেয়ার করা যায় এ ফিচারের মাধ্যমে।
অনেক সময়ই এমন স্ট্যাটাস শেয়ার করতে হয়, যার সঙ্গে একাধিক মানুষ জড়িত থাকে বা নির্দিষ্ট কোনো মানুষের উদ্দেশ্যে দেওয়া হয়। এমন সময়ের অন্যই স্ট্যাটাসে মানুষকে ট্যাগ করার সুবিধা নিয়ে আসে এ ফিচার।
কীভাবে মেনশন করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।
ফিচারটি ব্যবহারের আগে নিশ্চিত করুন হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা রয়েছে। আগের সংস্করণে মেনশন ফিচারটি নাও থাকতে পারে।
এ ছাড়া, মেনশন ফিচারটি শুধু ছবি ও ভিডিও স্ট্যাটাসের বেলায় কাজ করে। এর বাইরে, টেক্সট স্ট্যাটাসে কাজ করে না।
কাউকে মেনশন করার জন্য, প্রথমেই একটি ছবি বা ভিডিওসহ নতুন স্ট্যাটাস আপডেট করুন। এরপরে নিচের ডান কোণায় ‘@’ বা ‘অ্যাট’ চিহ্নে চাপুন।
পরের স্ক্রিনে, যাকে মেনশন করতে চান তার কন্টাক্ট বেছে নিন। নিশ্চিত করতে নিচের ডানদিকে কোণায় টিক চিহ্নে চাপুন।
নিশ্চিত করার জন্য টিক চিহ্নে চাপলে, ‘@’ চিহ্নটি সাদা হয়ে বোঝাবে যে কন্টাক্ট নির্বাচন সফল হয়েছে। আরও মানুষকে যোগ করতে চাইলে, একইভাবে ‘@’ আইকনে চাপুন।
কাউকে ভুলে যোগ করে ফেললে, প্রোফাইল ছবির কোণায় ইংরেজি এক্স অক্ষরের মতো চিহ্নে চাপুন।
মেনশন করা হয়ে গেলে, ‘সেন্ড’ বোতাম চেপে স্ট্যাটাস আপডেট দিন।
স্ট্যাটাসে সর্বোচ্চ পাঁচ জন মানুষকে ট্যাগ করতে পারেন। স্ট্যাটাস আপডেট হলে তারা নোটিফিকেশন পাবেন ও স্ট্যাটাসটি দেখতে পারবেন।