আকাশ পরিচ্ছন্ন থাকলে ঢাকায় চন্দ্রগ্রহণ দেখা যাবে।
Published : 05 May 2023, 08:47 PM
বাংলাদেশের আকাশে শুক্রবার রাতে দেখা যাবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।
বছরের প্রথম এ চন্দ্রগ্রহণটি সবাইকে দেখাতে ঢাকার আঁগারগাওয়ে জাতীয় বিজ্ঞান জাদুঘর ভবনের ছাদে বসানো হয়েছে শক্তিশালী টেলিস্কোপ।
জাতীয় বিজ্ঞান জাদুঘরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ৯টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে, সর্বোচ্চ গ্রহণ ঘটবে রাত ১১টা ২২মিনিটে এবং সমাপ্ত হবে রাত ১টা ৩১মিনিটে।
আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক বা দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কী এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ?
সূর্য থেকে পৃথিবীপৃষ্ঠের যে অংশে আলো পড়ে, তার বিপরীত অংশের ছায়াটা দুরকম। গাঢ় অন্ধকার অংশকে বলে আমব্রা (Umbra) বা প্রচ্ছায়া, আর ঈষৎ অন্ধকারচ্ছন্ন অংশকে বলে প্যানআমব্রা (penumbra) বা উপচ্ছায়া।
আবর্তণের যে পর্যায়ে উপচ্ছায়া অংশে চাঁদ চলে আসলে যে গ্রহণ লাগে, তাকে উপচ্ছায়া গ্রহণ বলে। এর ফলে পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় না, বরং চাঁদের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ম্লান হয়।
টাইমঅ্যান্ডডেইট ডটকমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতের এই গ্রহণ হবে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০৪২ সালের সেপ্টেম্বরের মধ্যে তীব্রতম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।