এজ পিসির অপারেটিং সিস্টেমের সেটিংয়ের মাধ্যমেও ডার্ক মোড চালু করতে পারে।
Published : 22 Nov 2024, 04:19 PM
অনলাইনে বিভিন্ন কাজ করার জন্য, ওয়েব ব্রাউজার অপরিহার্য অ্যাপ। আর অনেকেই আছেন, যারা ‘ডার্ক মোডে’ কম আলোতে ওয়েব সার্ফ করতে পছন্দ করেন।
মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহারকারীরা খুব সহজেই ডার্ক মোড চালু করে নিতে পারেন। এ বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
কীভাবে ‘ডার্ক মোড’ চালু করবেন?
এজ ব্রাউজারে ডার্ক মোড চালু করার জন্য প্রথমে ব্রাউজারটি খুলুন। স্ক্রিনের ওপরের ডান কোণায় মেনু বোতাম বা তিনটি ডট-এর ওপর ক্লিক করুন। ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস অপশনটি বেছে নিন।
এবার, বাম হাতের মেনু থেকে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনটি বেছে নিন।
সরাসরি ডার্ক মোড ব্যবহার করার জন্য, ‘ওভারঅল অ্যাপিয়ারেন্স’ বিভাগে ‘ডার্ক’ অপশনে ক্লিক করুন। এটি বিভিন্ন ট্যাব, অ্যাড্রেস বার, মেনু’র রং বদলে দেবে।
বিকল্পভাবে, এজ পিসির অপারেটিং সিস্টেমের সেটিংয়ের মাধ্যমেও ডার্ক মোড চালু করতে পারেন। এর জন্য, ‘সিস্টেম ডিফল্ট’ নির্বাচন করুন, তারপর উইন্ডোজে ডার্ক মোড চালু করুন।
‘ডার্ক থিম’ চালু করবেন কীভবে?
উইন্ডোজে আলাদাভাবে ‘অ্যাকসেন্ট কালার’ ফিচারটি চালু থাকলে, ‘ডার্ক মোড’ বা ‘সিস্টেম ডিফল্ট’ বেছে নিলেও এজ টাইটেল বার ও উইন্ডো ফ্রেম, অর্থাৎ স্ক্রিনের ওপরের ও নিচের বারের জন্য সেই বেছে নেওয়া রং ব্যবহার করবে। তাই, পুরোপুরি ‘ডার্ক মোড’ করার জন্য দুটি অপশন রয়েছে।
এর প্রথম সমাধান হল, এজ ব্রাউজারে ডার্ক থিম চালু করা। ডার্ক থিম ও ডার্ক মোড আলাদা বিষয়। এটি করতে, এজ এর অ্যাপিয়ারেন্স পৃষ্ঠায় যান। ‘থিম’ অপশনের নিচে, ‘পিক এ কালার’ অপশনটি বেছে নিন। এখানে একটি গাঢ় রং বেছে নিন। এ ছাড়া, আগে থেকে তৈরি একটি ডার্ক থিম বেছে নিতে পারেন।
অন্য পদ্ধতি হল, অ্যাকসেন্ট কালার ফিচার বা সব অ্যাপে উইন্ডো ফ্রেমের রং পরিবর্তনের ফিচারটি বন্ধ করা। এর জন্য, উইন্ডোজ বাটন এবং কিবোর্ডের ‘আই’ বাটনে চাপুন। পরের পৃষ্ঠায় ‘পার্সোনালাইজেশন’ অপশন থেকে ‘কালার’ অপশনটি বেছে নিন। ‘শো অ্যাকসেন্ট কালার অন টাইটেল বার অ্যান্ড উইন্ডোজ বর্ডার’ অপশনের বক্সের টিক চিহ্ন সরিয়ে ফেললেই হয়ে যাবে।